দেশের সময় ওয়েবডেস্ক:শেষ হয়েছে পারথে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় ইনিংসে অজি বোলারদের দাপটে সিরিজ ১-১ করে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য রান তারা করতে নেমে মাত্র ১৪৬রানে থেমে যায় বিরাট বাহিনী। যার কারন হিসেবে নিজেদের সিদ্ধান্তকেই দায়ী করছেন ভারত অধিনায়ক। এদিন সাংবাদিক সন্মেলনে বিরাট কোহলি বলেন, “প্রথমবারের জন্য ওই মাঠে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হয়েছিল”। “পিচ দেখে মনে হয়েছিল পেসের সাথে বাউন্স দুই এক হয়ে যাবে এখানে”। “তাই কোন স্পিনার-কে নিয়ে আমরা ভাবিনি”। কিন্তু উল্লেখযোগ্য ভাবে এই পিচেই ৮উইকেট তুলে বাজিমাত করেছে অজি স্পিনার নাথান লিঁও। অন্যদিকে ভারতীয় দলে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের মতো স্পিনার থাকলেও খেলা শুরুর আগে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় ম্যাচে কোন স্পিনার-কে খেলানো হবে না। তবে বিরাটের মত, “স্পিনার না খেলিয়ে আমরা বড়ো ভূল করেছি, পাশাপাশি এটাও বলবো পিচের জন্য যে লিঁও এতো ভালো পারফর্ম করতে পেরেছে এটা বলা ভূল হবে”। “ও সবসময় লাইন ধরে বল করে গেছে”। “সেই কারণেই এই সফলতা”।