দেশের সময়, ওয়েব ডেস্ক: অবশেষে সাংবাদিকদের সামনে সোজাসাপটা ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। এদিন তিনি বলেন, “অনেক দূরে বসে শুন্যে গুলি চালানো হচ্ছে যে কাজটা খুব সহজ”। “আমরা এই মুহূর্তে রয়েছে দক্ষিন গোলার্ধে”। “যেখান থেকে মন্তব্যগুলোর দূরত্ব অনেক বেশী”। “অনেকে এমন অভিযোগ করছে যে দল নির্বাচনে ভূল হয়েছে”। “কিন্তু জাদেজা-কে বাদ দিলে আর কোন ক্ষেত্রেই আমাদের কোন দ্বিধা ছিল না”। “আর যদি অন্য কিছু থেকেও থাকে সেখানে আমার কোন ভূমিকা থাকার কথা নয়”। পাশাপাশি বিরাট কোহলি প্রসঙ্গে এদিন রবি শাস্ত্রী বলেন, “কিছু সাধারণ বিষয় ওর বিরুদ্ধে অনেক কিছু বলা হচ্ছে”। “ওর ভূলটা কোথায়”? “একজন নিপাট ভদ্রলোক ছাড়া বিরাট কোহলি-কে আর কিছুই ভাবা সম্ভব নয়”। তবে রবি শাস্ত্রীর মন্তব্য নতুন করে যে প্রশ্নের জন্ম দিয়েছে তা হলো, কোথাও কি তার মূল লক্ষ্য থাকলো সুনীল গাভাস্কার? উল্লেখ্য সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় ক্রিকেট দল প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন গাভাস্কার। তিনি বলেছিলেন, “সিরিজের পরবর্তী দুটি টেস্টে জয় না আসলে কোচ রবি শাস্ত্রী ও বিরাট কোহলি-কে নিয়ে নতুন করে ভাবনার সূচনা হবে”।