ঢাকায় ভারতীয় জাল টাকার কারখানা! গ্রেফতার ৩

0
879
  • দেশের সময় ওয়েব ডেস্কঃ
  • আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠেছে জাল ভারতীয় জাল টাকা তৈরি চক্র।
  • ভারত থেকে আসা গোরু কেনাবেচার হাটে এই টাকা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল তাদের।
  • এরই মধ্যে সীমান্ত এলাকায় একটি চালান পাঠিয়েছিল চক্রটি।

আসছে কোরবানির ঈদ,আর উৎসবকে সামনে রেখে বাংলাদেশে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় জাল টাকা তৈরির চক্র। ভারত থেকে আসা গোরু কেনাবেচার হাটে এই টাকা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল চক্রটির বলে জানা গেছে স্থানিয় সূত্রে। সম্প্রতি সীমান্ত এলাকায় বেশ কিছু জাল টাকা পাঠিয়েছিল চক্রটি। কিন্তু যথেষ্ট নিখুঁত না হওয়ায় সেই সব টাকা ফেরত আসে। তারপর চেষ্টা ছিল আরও নিখুঁতভাবে জাল টাকা তৈরির।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাজধানীর রামপুরায় একটি বাড়িতে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ।

সেসময় ভারতীয় জাল টাকা তৈরির সময় ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দারা। উদ্ধার করা হয় সাড়ে ১৯ লাখ জাল ভারতীয় টাকা এবং প্রায় ১ কোটি ভারতীয় টাকা তৈরির সরঞ্জাম। এই চক্রের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে ।
রামপুরায় বাড়িভাড়া নিয়ে গত ৩ মাস ধরে কাজ করছিল চক্রটি। তবে তাদের টাকা জাল করার ইতিহাস অনেক পুরনো। চক্রের দুই মাথা খসরু ও রহিম প্রায় ১০ বছর ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত রয়েছে। এর আগে বিভিন্ন সময় টাকা জাল করার দায়ে পুলিশ ও গোয়েন্দার হাতে গ্রেফতার হয় তারা। জামিনে বেরিয়ে এবার শুরু করে ভারতীয় টাকা জাল করার কাজ।এদিন তাদেরকে হাতেনাতে ধরে ফেলে গোয়েন্দা পুলিশ৷ ছবি সংগৃহীত,

Previous articleবনগাঁয় ১৪৪ ধারা জারি হতেই থমথমে শহর,রাত পোহালেই আস্থা ভোট
Next articleজল কামান নিয়ে প্রস্তুত পুলিশ, আস্থাভোটকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে বনগাঁয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here