দেশের সময়: রবিবার ঠাকুরবাড়িতে বড়মার প্রয়াণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে বড়মার একটি বিশাল আকার মূর্তি বসানো হয় । আর এই কাজটি সম্পন্ন হয় বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠের হাত ধরে। এদিন ঠাকুর বাড়িতে হাজার হাজার ভক্ত সমাগম হয়। সেখানে দুপুরে তাদের জন্য নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছিল। গোটা বিষয়টি দেখাশোনার দায়িত্বে ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
ছিলেন মমতা বালা ঠাকুর, গাইঘাটা ব্লকের সভাপতি গোবিন্দ দাস , সহ-সভাপতি ধ্যানেশ নারায়ন গুহ সহ অন্যান্যরা। মমতা বালা ঠাকুরের এই আয়োজনের পাশাপাশি সান্তনু ঠাকুররাও আলাদা আয়োজন করেছিল।
সেখানে অবশ্য আমিষ খাবারের আয়োজন হয়। তা নিয়ে সমালোচনা তৈরি হয় । বিজেপিতে যোগ দেওয়া বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বর ঠাকুর বাড়িতে ঢোকার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেন বিজেপি রাজনৈতিক স্বার্থে ঠাকুরবাড়িতে প্রবেশের চেষ্টা করছে কিন্তু ভক্তরা সেই চেষ্টা ব্যর্থ করবে৷
তিনি জানান এদিনের অনুষ্ঠানে ২৫ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এদিন বিভিন্ন জেলা এবং রাজ্যের বাইরে
থেকেও মতুয়া ভক্তরা এবং বিভিন্ন অতিথিরা ঠাকুর বাড়িতে উপস্থিত হন। তারা বড়মার ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ছবি- দেশের সময়৷