দেশের সময় ওয়েব ডেস্কঃ বাংলার ২৮টি আসন সহ দেশের ১৮২টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। প্রত্যাশা মতোই নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দিতা করবেন বারাণসী থেকে। লোকসভা ভোটে লড়বেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ লড়বেন গুজরাতের গান্ধীনগর থেকে। সেই সঙ্গে বাংলাতেও ২৮ আসনের প্রর্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত বারের জেতা বাবুল সুপ্রিয়কে আসানসোলেই প্রর্থী করা হয়েছে। অন্য আরেকটি জেতা আসন দার্জিলিং-এর প্রার্থীর নাম এ দিন ঘোষণা করেনি বিজেপি। রাজ্যসভাপতি দিলীপ ঘোষও লড়বেন ভোটে। খড়্গপুরের বিধায়ককে প্রার্থী করা হয়েছে মেদিনীপুরে।
এতদিন ধরে অপেক্ষা, বিজেপি সমর্থকদের নানারকম গোষ্ঠী কোন্দলের ছবি। সব মিলিয়ে চমকহীন বিজেপির প্রার্থী তালিকা। বাকি ১৪টি কেন্দ্রে এখনও নিজেদের প্রার্থী বাছাই করতে পারেনি গেরুয়া শিবির।
লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এই সমস্ত নামই ভীষণ পরিচিত।
বিজেপির প্রার্থী তালিকা একনজরে
দেখে নিন কে কোথায় প্রার্থী—