চমক নেই বিজেপির প্রার্থী তালিকায়,বাংলার ২৮টি আসনে প্রার্থী ঘোষণা

0
653

দেশের সময় ওয়েব ডেস্কঃ বাংলার ২৮টি আসন সহ দেশের ১৮২টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। প্রত্যাশা মতোই নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দিতা করবেন বারাণসী থেকে। লোকসভা ভোটে লড়বেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ লড়বেন গুজরাতের গান্ধীনগর থেকে। সেই সঙ্গে বাংলাতেও ২৮ আসনের প্রর্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত বারের জেতা বাবুল সুপ্রিয়কে আসানসোলেই প্রর্থী করা হয়েছে। অন্য আরেকটি জেতা আসন দার্জিলিং-এর প্রার্থীর নাম এ দিন ঘোষণা করেনি বিজেপি। রাজ্যসভাপতি দিলীপ ঘোষও লড়বেন ভোটে। খড়্গপুরের বিধায়ককে প্রার্থী করা হয়েছে মেদিনীপুরে।


এতদিন ধরে অপেক্ষা, বিজেপি সমর্থকদের নানারকম গোষ্ঠী কোন্দলের ছবি। সব মিলিয়ে চমকহীন বিজেপির প্রার্থী তালিকা। বাকি ১৪টি কেন্দ্রে এখনও নিজেদের প্রার্থী বাছাই করতে পারেনি গেরুয়া শিবির।
লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এই সমস্ত নামই ভীষণ পরিচিত।

বিজেপির প্রার্থী তালিকা একনজরে

দেখে নিন কে কোথায় প্রার্থী—

কোচবিহার- নিশীথ প্রামাণিক

আলিপুরদুয়ার- জন বার্লা

জলপাইগুড়ি- জয়ন্ত রায়

রায়গঞ্জ- দেবশ্রী চৌধুরী

বালুরঘাট- সুকান্ত মজুমদার

মালদহ উত্তর- খগেন মুর্মু

মালদহ দক্ষিণ- রূপা মিত্র চৌধুরী

কৃষ্ণনগর- কল্যাণ চৌবে

ব্যারাকপুর- অর্জুন সিং

দমদম- শমীক ভট্টাচার্য

বারাসত- মৃণালকান্তি দেবনাথ

বসিরহাট- সায়ন্তন বসু

জয়নগর- অশোক কাণ্ডারী

মথুরাপুর- শ্যামাপ্রসাদ হালদার

যাদবপুর- অনুপম হাজরা

কলকাতা দক্ষিণ- চন্দ্র কুমার বসু

কলকাতা উত্তর- রাহুল সিনহা

শ্রীরামপুর- দেবজিৎ সরকার

হুগলি- লকেট চট্টোপাধ্যায়

আরামবাগ- তপন রায়

তমলুক- সিদ্ধার্থ নস্কর

ঘাটাল- ভারতী ঘোষ

ঝাড়গ্রাম- কুনার হেমব্রম

মেদিনীপুর- দিলীপ ঘোষ

বিষ্ণুপুর- সৌমিত্র খান

বর্ধমান পূর্ব- পরেশচন্দ্র দাস

আসানসোল- বাবুল সুপ্রিয়

বীরভূম- দুধকুমার মণ্ডল

Previous articleরঙের উৎসবে রঙ বদলের সুর সব্যসাচীর
Next articleকালবৈশাখীর তাণ্ডবে বনগাঁ রানাঘাট ও শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা বিঘ্নিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here