কালীপুজোর পর কমল ডিজেল,পেট্রলের দাম :

0
824

দেশেরসময় ওয়েবডেস্ক: কালী পুজোর পরই দিল্লি,কলকাতা ও মুম্বইতে কমল ডিজেল ও পেট্রলের দাম। কলকাতায় বৃহস্পতিবার লিটার পিছু পেট্রলের দাম ২০ পয়সা কমে হয়েছে ৮০ টাকা ১৩ পয়সা। লিটার পিছু ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭৫ পয়সা। যা বুধবারের থেকে ১৮ পয়সা কম।

দাম কমেছে দিল্লি, মুম্বইতেও। দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ২১ পয়সা কমে হয়েছে ৭৮ টাকা ২১ পয়সা। লিটার পিছু ডিজেলের দাম ১৮ পয়সা কমে হয়েছে ৭২ টাকা ৮৯ পয়সা।

মুম্বইতে লিটার পিছু পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭২ পয়সা। যা বুধবারের থেকে ২০ পয়সা কম। কমেছে ডিজেলের দামও। প্রতি লিটার ডিজেলের দাম ১৯ পয়সা কমে হয়েছে ৭৬ টাকা ৩৮ পয়সা। এর আগে ৪ অক্টোবর পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু ২ টাকা ৫০ পয়সা কমিয়েছিল কেন্দ্রীয় সরকার।

Previous articlePHOTO Contest Winner (October 2018)
Next article১৯ এর নির্বাচনে শুভেন্দুই মমতার প্রধান সেনাপতি :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here