দেশের সময়ওয়েবডেস্কঃ কলকাতা বইমেলার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার করুণাময়ীতে বইমেলার উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা বইমেলা বিশ্বের সেরা বইমেলা। বই কেনার উৎসব, বইকে
জানার উৎসব এটা। যতই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ুক, যতই ফেসবুকে কবিতা, গল্প লেখা হোক, বই হাতে নিয়ে না পড়লে শান্তি হয় না। মনের ভাব প্রকাশ করতে কাগজ কলমের বিকল্প নেই। সেকারণে নিজেও বই পড়তে ভালবাসেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর লেখা ৮৭টি বই এবার মেলায় পাওয়া যাবে। তার মধ্যে শিশুদের জন্যও বেশ কিছু বই লিখেছেন তিনি।
১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। এবারের থিম দেশ ‘গুয়াতেমালা’। এছাড়াও রয়েছে হাজারো বইয়ের স্টল। হাজারো প্রকাশনীর বইয়ের পসরা সাজিয়ে হাজির হয় বইমেলায়। লাখ লাখ মানুষ হাজির বইয়ের টানে। এটাই কলকাতা বইমেলার বৈশিষ্ট্য। বিজ্ঞাপণ