দেশের সময় ওয়েবডেস্কঃ আরও বাড়তি সাবধানতা নেওয়া হল কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের কর্মী থেকে নিরাপত্তারক্ষী সবার মুখেই মাস্ক। কোনও ঝুঁকি নিতে চাইছেন না কেউই। এখান থেকে দেশ–বিদেশে যেমন বহু বিমান ছাড়ে, তেমনি বিদেশ থেকেও বহু বিমান এখানে অবতরণ করে।ফলে করোনাভাইরাস নিয়ে কে আসছে সেটা হলফ করে বলা যাচ্ছে না। তাই এই বাড়তি সাবধানতা নেওয়া হয়েছে।
বুধবার সকালে যাত্রীদের চোখেমুখেও দেখা গেল করোনার আতঙ্ক। এদের মধ্যে বেশিরভাগই বিদেশি। বিমানবন্দর থেকে যারা বেরিয়ে আসছেন তাঁদের সবার মুখেই মাস্ক। তাঁরা কারও সঙ্গে কথাও বলছেন না। নিজের গন্তব্যের দিকে হাঁটা লাগাচ্ছেন। সূত্রের খবর, বিমানবন্দর থেকে বাইরে আসার আগে যাত্রীদের থার্মাল স্ক্যানিংয়ের পর বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে।
বিমানবন্দর সূত্রে খবর, প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে। যদি কোনও যাত্রীর দেহে করোনা সংক্রমণ দেখা যায় তাহলে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হবে। সেখানেই রয়েছে আইসোলেশন ওয়ার্ড।
মঙ্গলবার বিমানবন্দর কর্মী ও নিরাপত্তরক্ষীদের একটি প্রশিক্ষণ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্মীরা। কর্মীদের শেখানো হয়েছে, কতটা দূরত্ব থেকে যাত্রীদের সঙ্গে কথা বলা যাবে। আর সেরকম কিছু ধরা পড়লে কেমন ব্যবস্থা নিতে হবে।