উত্তরবঙ্গবাসীদের তীর্থযাত্রার জন্য চালু হতে চলেছে রামপথ দর্শন ট্রেন , নিউ কোচবিহার থেকে ছাড়বে ,যাবে কাশী, হরিদ্বার, বৃন্দাবন রইল বিস্তারিত

0
651

দেশের সময় ওয়েবডেস্কঃ এবার উত্তরবঙ্গের ভ্রমণপিপাসুদের সাধ্যের মধ্যে সাধ মেটাতে এগিয়ে এল আইআরসিটিসি। ভারতীয় রেলের পক্ষ থেকে এই প্রথম উত্তরবঙ্গ থেকে ভারতের বিভিন্ন তীর্থস্থান দর্শনের জন্য চালু হতে চলেছে রামপথ দর্শন ট্রেন।

জলপাইগুড়ি প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এই নতুন ট্রেনের কথা ঘোষণা করেছেন আইআরসিটিসি কর্তৃপক্ষ। জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি নিউ কোচবিহার থেকে এই ট্রেনটির যাত্রা শুরু হবে।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইআরসিটিসি আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ বিশ্বরঞ্জন সাহা, কার্যালয়ের আধিকারিক বিশ্বজিৎ দাস, পর্যটন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি অলোক চক্রবর্তী।

ট্রেনটি ময়নাগুড়ি রোড স্টেশন, জলপাইগুড়ি রোড স্টেশন, এনজেপি, কাটিহার-এই চারটি স্টেশনে স্টপেজ দিয়ে তীর্থযাত্রীদের নিয়ে যাত্রা শুরু করবে। তীর্থস্থানের তালিকায় থাকছে, বারাণসীর কাশি, অযোধ্যার রাম জন্মভূমি, হরিদ্বার, ঋষিকেশ, রামঝুলা ও লক্ষ্মণঝুলা, মথুরা, বৃন্দাবন, প্রয়াগরাজ।

মোট আট দিন, নয় রাত্রির এই ট্রেনযাত্রা। যাত্রীদের সম্পূর্ণ নিরামিষ খাবার দেওয়া হবে। প্রতিদিন সকালে চায়ের পরে দুপুরের খাবার, বিকেলে ফের চা, এর পর রাতের খাবারের ব্যবস্থা। এছাড়া টিফিনের ব্যবস্থাও থাকছে। প্রতিবার পর্যাপ্ত খাবার দেওয়া হবে।  বয়স্ক মানুষজনের কথা মাথায় রেখে প্রতিটি কামরার জন্য এসকর্ট সার্ভিসের লোকেরা থাকবে। কোভিড বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যবস্থা থাকছে ট্রেনে। প্রত্যেককে দেওয়া হবে কোভিড কিট। এছাড়া একটি কামরা সম্পূর্ণ ফাঁকা থাকবে। ট্রেনে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সেই কামরায় রাখা হবে। প্রত্যেক যাত্রী পিছু ৮,৫০৫ টাকা করে ধার্য করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।

এর আগে দুর্গাপুর স্টেশন থেকে পঞ্চজ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে ভারত দর্শন এক্সপ্রেস পরিষেবা চালু করেছে IRCTC। ১১ দিনের যাত্রাপথে ট্রেনটি ঘুরিয়ে দেখাবে ভারতের বিখ্যাত পাঁচটি জ্যোতির্লিঙ্গ। যার মধ্যে রয়েছে- গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গ, উজ্জয়নের মহাকাল জ্যোতির্লিঙ্গ, মধ্যপ্রদেশের ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বারাকার নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং বারাণসীর কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। পাশাপাশি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ দেখারও সুযোগ রয়েছে এই রুটে।

www.irctctoirism.com ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটা যাবে বলে জানিয়েছে আইআরসিটিসি কর্তৃপক্ষ।

উত্তরবঙ্গের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে চাহিদা ছিল কম খরচে তীর্থস্থান দর্শন করানোর। এর জন্য বিভিন্ন ট্যুর অপারেটরদের কাছে লাগাতার দাবি জানিয়েছিল পর্যটকদের একটা বড় অংশ। সমস্যা সমাধান করল আইআরসিটিসি।

Previous articleকল্পতরু দিবস বাঙলির চৈতন্য জাগরণের দিন : ড. কল্যাণ চক্রবর্তী
Next articleSaurav Ganguly: বছরের শেষদিনে মহারাজ ফিরছেন বাড়িতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here