দেশের সময় ওয়েবডেস্কঃ বছরের শেষদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক নয়। বাড়িতে নিভৃতবাসে থেকেও তাঁর চিকিৎসা চলতে পারে— এমনই মনে করেছেন চিকিৎসকেরা। তাই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাবার খেয়েছেন। রাতে ঘুমও হয়েছে। সেদিক দিয়ে বলতে গেলে তাঁর শারীরিক অবস্থার উন্নতিই হয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। তাঁদের অভিমত, এর পর পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বাড়িতে কোভিড বিধিনিষেধ মেনে নিভৃতবাসে থাকতে পারেন সৌরভ।


কয়েকদিন আগে করোনায় সংক্রমিত হন বিসিসিআই সভাপতি সৌরভ। তার আগে থেকেই তাঁর জ্বর আসছিল। শেষে করোনা পরীক্ষা করিয়ে দেখা যায়, তিনি পজিটিভ। তার পরেই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তখন থেকেই টানা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর চিকিৎসায় তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল।

প্রসঙ্গত, সৌরভ করোনায় আক্রান্ত হলেও তিনি ওমিক্রন ভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে তাঁর নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার ফল নেগেটিভ হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ভেবে রেখেছিলেন চিকিৎসকেরা। শুক্রবারেই সেই রিপোর্ট আসার কথা ছিল। রিপোর্ট নেগেটিভ হয়েছে বলেই হাসপাতাল সূত্রের খবর। ফলে তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসকেরা।

অসুস্থতার মধ্যেও ক্রিকেট থেকে দূরে রাখা যায়নি সৌরভ গাঙ্গুলিকে। ভারতের সেঞ্চুরিয়ান টেস্ট জয়ের পর হাসপাতালের বিছানায় শুয়েই টুইট করে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান বোর্ড সভাপতি। পাশাপাশি বলেন, এই জয়ে তিনি একটুও অবাক হননি। একইসঙ্গে প্রোটিয়াদের হুঁশিয়ারিও দিয়ে রাখেন বোর্ড প্রধান। টুইটে সৌরভ লেখেন, ‘টিম ইন্ডিয়ার অসাধারণ জয়। রেজাল্টে আমি একেবারেই অবাক হইনি। এই সিরিজে ভারতকে হারানো কঠিন হবে। জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে নিজদের ক্ষমতার বাইরে গিয়ে খেলতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here