আজ সন্ধে থেকে কাল সকাল পর্যন্ত আকাশে দেখা যাবে গোলাপি চাঁদ, জেনে নিন কাকে বলে সুপার মুন

0
2707
সুপার মুন সাধারণ পূর্ণিমার চাঁদের থেকে ১৪ শতাংশ বড় আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। ফলে বলা বাহুল্য, আজ আকাশ আলো করতে চলা এই চাঁদই এ বছরের বৃহ্ত্তম চাঁদ। এবার জেনে নিন কিছু তথ্য৷

কেন এই চাঁদকে বলা হয় পিঙ্ক সুপার মুন
অন্য সময়ে যে চাঁদ দেখা যায় তার থেকে এই চাঁদ বড়, রং মনে হবে গোলাপি। তাই নাম পিঙ্ক সুপার মুন।

কবে দেখা যাবে এই পিঙ্ক সুপার মুন
৭ তারিখ সন্ধে থেকে ৮ তারিখ সকাল- এই সময়ে এই চাঁদ পৃথিবীর সব থেকে কাছাকাছি আসবে।

কোথা থেকে দেখা যাবে সুপার মুন
কেন, বাড়ির ছাদ থেকে। লকডাউনে একদম বার হবেন না।

আবার কবে দেখা যাবে এই গোলাপি চাঁদ
খুব শিগগিরই, এ বছরই মে মাসের ৭ তারিখ।

আর কয়েক ঘন্টা, ছাদে গিয়ে চাক্ষুষ করতেই পারেন এই সৌন্দর্য্য।

Previous articleলকডাউন ভাঙাচ্ছে কেন্দ্রই,জন-ধন প্রকল্পের টাকা বিলি নিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Next articleএবার করোনা সংক্রমণ কলকাতার দুই ফুটপাথবাসীর শরীরে! চরম উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here