আইএসএল খেলা স্ট্রাইকার মহমেডানে
সত্যিই শেখ ওয়াসিম আক্রম মানে ম্যাজিক

0
475

দেশের সময়: সাংবাদিক সম্মেলন করে দল ঘোষণা করার দিনেই মহমেডান সচিব বলেছিলেন, চমক আরও বাকি রয়েছে। আরও একজন আইএসএল খেলা স্ট্রাইকারকে সই করাব। সত্যিই দ্রুত আইএসএল খেলা স্ট্রাইকারের নাম ঘোষণা করে দিল মহমেডান।  হায়দরাবাদ এফসি ও  প্রাক্তন গোকুলাম কেরালার ফরোয়ার্ড গণি আহমেদ নিজামকে সই করাল মহমেডান। বৃহস্পতিবার গণির সঙ্গে সাদা-কালো শিবিরের চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। ২০১৮-১৯ সালে পুণে এফসি থেকে লোনে গোকুলাম কেরালাতে খেলেন গণি। সেখানে পাঁচ ম্যাচে একটি গোলও করেছিলেন। তারপর ২০১৯-২০ মরশুমে আইএসএলের দল হায়দরাবাদ এফসিতে যোগ দেন গণি। এমন এক স্ট্রাইকারকে সই করাতে পেরে খুব খুশি সাদা-কালো শিবির। আশা করা হচ্ছে উইলিস প্লাজার পাশে আক্রমণে গণিই শুরু করবেন। 
এদিকে কল্যাণীতে জোর কদমে অনুশীলন চলছে মহমেডানের। দলের কোচ ইয়ান ল কম্বিনেশন তৈরিতে ব্যস্ত। মহমেডান সচিব ওয়াসিম আক্রমও গিয়েছিলেন কল্যাণীতে। সেখানে তিনি সব ব্যবস্থা খতিয়ে দেখেন। আবাসিক শিবির প্রসঙ্গে মহমেডান সচিব বলেন, ‍‘এই বাংলায় কল্যাণীর থেকে ভালো আবাসিক শিবির আর কোথাও হতে পারে না। ওখানের মাঠ, পরিবেশ, ব্যবস্থা খুব ভালো। সকলেই খুশি ওখানে অনুশীলনের সুযোগ পেয়ে।’ 

Previous articleরাজ্যে আজ পুরো লকডাউন,ফের ৩১শে, ছুটির আমেজে বৃষ্টির মধ্যেই কলকাতা থেকে দীঘার পথে বহু বাঙালি
Next article১৯৬২-র চিনযুদ্ধের পর এখন লাদাখে উদ্বেগজনক পরিস্থিতি, বললেন জয়শংকর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here