দেশের সময় , গোবরডাঙা : রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য পদ যাত্রার আয়োজন করা হয়েছিল। এদিন সকাল ৮টা ৩০ মিনিটে গোবরডাঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজল বন্দ্যোপাধ্যায় এই পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বেশ কিছু সংগঠন যেমন গোবরডাঙা রেনেসাঁস ইনস্টিটিউট, মেদিয়া কিশোর সংঘ, গোবরডাঙ্গা বিজ্ঞান মঞ্চ, গয়েশপুর করুণাময়ী মিশন এই পদযাত্রায় অংশ নিয়েছে। পদযাত্রা শেষ হয় মেদিয়া কিশোর স্পোর্টিং ক্লাব ময়দানে।
সংস্থার পক্ষ থেকে একটি বৃহৎ টেবলো বের করা হয় তাতে আবৃত্তি করে আইভী সান্যাল, প্রদীপ ভট্টাচার্য। পদযাত্রায় বিভিন্ন সংগঠন গান,কবিতা ও বক্তৃতা প্রদান করেন।
পদযাত্রা সমাপন অনুষ্ঠানে ভাষণ দেন বিশ্বনাথ ভট্টাচার্য, অশোক পাল, শান্তনু দে, স্বপন চক্রবর্ত্তী, আবৃত্তি পরিবেশন করে আইভী সান্যাল, সঙ্গীত পরিবেশন করে নিবেদিতা শিশু তীর্থের ছাত্রীরা ও মেদিয়া সংস্কৃতিক চক্রের সদস্যরা।
সংস্থার প্রধান বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, বিশ্ব উষ্ণায়নে পৃথিবী বিপর্যস্ত, দুই মেরুর বরফ গলছে, সমুদ্র জলোস্ফিতি ঘটছে, সমুদ্র পৃষ্ঠ উষ্ণ হচ্ছে এই কারণে বিধ্যংসী ঝড় সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমাদের সচেতন হতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। আজ এটাই হোক আমদের অঙ্গীকার। পদযাত্রায় উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌর সভার দুই কাউন্সিলর রত্না বিশ্বাস ও ব্যাপী রায়। সমগ্র পদযাত্রার সঞ্চালনা করেন সংস্থার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য।