Winter in West Bengal: বড়দিনে উধাও হতে পারে শীতের কনকনানি!আবহাওয়ার পূর্বাভাস জানুন

0
521

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ বুধবার শহর কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের চেয়ে কয়েক ডিগ্রি বেড়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চেয়ে  ৩ ডিগ্রি কম। কিন্তু বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

গত কয়েক দিন কাঁপুনি ধরানোর পর বুধবার কিছুটা বাড়ল তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বেড়ে হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে তা আরও কিছুটা বাড়তে পারে। যার জেরে বড়দিনের সময় স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে তাপমাত্রা।

গত কয়েক দিনে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের দাপটের অন্যতম কারণ ছিল উত্তর-পশ্চিম ভারতে প্রবল শৈত্যপ্রবাহ। ওই এলাকা থেকে কনকনে ঠান্ডা বাতাস বয়ে আসছিল বাংলায়। যার জেরে হু হু করে কমেছে তাপমাত্রা। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিনে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ কিছুটা হলেও কমবে। যার জেরে ওই সব এলাকায় তাপমাত্রাও ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। এবং এ রাজ্যের শীতের জাঁকিয়ে বসা কিছুটা শিথিল হবে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিস্কার হয়ে যাবে। 

তবে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ক্রিসমাসের সময়টা ঠান্ডা একটু কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 

Previous articleসবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা, বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে লাল শিবির
Next articleএকগুচ্ছ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দফতর, আবেদনের করবেন কী ভাবে ? জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here