দেশের সময় ওয়েবডেস্কঃ কেটে গিয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। শুষ্ক হতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। ফলে শীত বিলাসীদের জন্য আবহাওয়া দফতর যে অচিরেই আশার বানী শোনাবে, তা বলার অপেক্ষা রইল না৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে ভারত থেকেই বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রা কমতে শুরু করবে।

রবিবার থেকে রাতের তাপমাত্রা কমতে থাকবে। দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে শীতের আমেজ টের পাবেন ভোরের দিকে। তবে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও সর্তকতা নেই রাজ্যে। দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সমতলে শুষ্ক আবহাওয়া।দক্ষিণের দিকের জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ পুরোপুরি কাটার সঙ্গে সঙ্গেই বাতাসে মিলেছে হেমন্তের আমেজ। আর তার জেরেই সপ্তাহান্ত থেকেই রাজ্যে প্রাক-শীত পর্ব শুরু। এ বারে যত দিন যাবে একটু একটু করে নামবে রাতের তাপমাত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here