Weather Updates : রোদ উঠবে কবে? উইকএন্ড প্ল্যান হবে বৃষ্টিতে বানচাল? শীতের বিদায় নিয়ে কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস: দেখুন ভিডিও

0
195
হীয়া রায় , কলকাতা : 

সপ্তাহ শেষে জমাটি শীত না-থাকলেও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ। শীতের কামড় নেই, আমেজ আছে। আজও কুড়ির নিচে পারদ।দেখুন ভিডিও

সোয়েটার-কম্বল তুলে রাখার পালা এসে গিয়েছে? নাকি, স্যাঁতস্যাঁতে মেঘাচ্ছন্ন আবহাওয়া কাটিয়ে রোদ উঠলে ফের শীতের কামড় পড়বে বঙ্গবাসীর গায়ে? বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারের পর শনিবার রাজ্যের একাধিক জেলায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে সকালের দিকে। সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। সেই কারণে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এই রাজ্য প্রবেশ করছে। যার ফলেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে শুক্রবার থেকে। এইরকম স্যাঁতস্যাঁতে ভেজা আবহাওয়া বজায় থাকতে পারে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে শনিবারও।

ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা আংশিক ব্যহত হয় শনিবার সকালে। কয়েকটি বিমান দেরিতে ছাড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানা গিয়েছে। 

বৃহস্পতিবার থেকেই শীতের প্রকোপ অনেকটাই কমে গিয়েছে কলকাতায়। শুক্রবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়। শনিবারেও সকালের দিকে কুয়াশা ঘেরা পরিবেশে বজায় থাকবে শহরের একাধিক জায়গায়। বেলা বাড়লেও মেঘাচ্ছন্ন পরিবেশ বজায় থাকার সম্ভাবনা। সারাদিন ধরেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী সোম – মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। তবে শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়ার কিছু উন্নতি হবে বলে জানানো হয়েছে। তবে শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে।

অন্যদিকে, ঘন কুয়াশার জেরে সাগরে বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। ডায়মন্ড হারবার, কাকদ্বীপে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় পরিষেবা ব্যাহত। কাকদ্বীপের লট এইট বা সাগরের কচুবেড়িয়া, কোনও জায়গাতেই ভেসেল পরিষেবা চালু করা যায়নি। কুয়াশার কারণে ১১৭ নম্বর জাতীয় সড়কেও ধীরগতিতে যান চলাচল করছে।

হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনিবার। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশে ভালো পরিমাণ মেঘ থাকবে। রৌদ্রোজ্জ্বল ঝকঝকে সকাল দেখার সম্ভাবনা কম থাকবে। কমতে পারে তাপমাত্রার পারদ।

দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভাবে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রায় হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা বহাল থাকবে। সকালের দিকে ঘন কুয়াশার চাদর দেখা যেতে পারে একাধিক যায়। বেলা বাড়লে কুয়াশা সরে কিছুটা পরিষ্কার হতে পারে পরিবেশ। তবে মেঘাচ্ছন্ন পরিবেশ বজায় থাকবে একাধিক জেলায়।

Previous articleMamata Banerjee: ‘টোটাল মিথ্যা কথা…’, মিথ্যা নিয়েই কারবার কেন্দ্রের,মোদীকে ‘কড়া’ চিঠি মমতার
Next articleLal Krishna Advani: ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আদবাণী, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here