দেশের সময় ওয়েবডেস্কঃ সকালের দিকে আকাশ পরিষ্কার এবং মেঘ রোদের খেলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে তা আগেই হাওয়া অফিসের পূর্বাভাস ছিল ৷
আবার কি বৃষ্টি পালাল , সপ্তাহান্তের ঘন ঘোর বর্ষায় খানিকটা স্বস্তি পেয়েছিল মহানগর, কিন্তু সোমবার তাও খানিকটা আবহাওয়া বৃষ্টি ভেজা থাকলেও মঙ্গলবার ফের একবার গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে ৷ তবে বুধবার দুপুর গড়াতেই ক্ষণিকের বৃষ্টিতে ভিজল কলকাতা৷
হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।
তবে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির আভাস না থাকলেও উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে।
এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ বিশেষ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই৷ এমনকি বর্ষার লাগাতার বৃষ্টিরও দেখা মিলবে না৷ ফলে বিভিন্ন জেলাতে ইতঃস্তত , বিক্ষিপ্ত বৃষ্টিই ভরসা ৷
উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টির ফারাক এদিনও জারি থাকবে৷ দার্জিলিং, জলপাইগুড়ির ওয়েদার আপডেট অনুযায়ি দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে ৷