দেশের সময়ওয়েবডেস্কঃ এবছর বর্ষার শুরু থেকেই দাপটের সঙ্গে ব্যাটিং করছে বৃষ্টি। নিম্নচাপ ঘূর্ণাবর্ত লেগেই আছে। তবে বৃষ্টিভেজা এই আবহাওয়া থেকে এবার মুক্তির খবর শোনাল আলিপুরের হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে খবর। তবে শনিবার থেকেই বৃষ্টি কমে যাবে, জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই গরম আরও বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই।
এমনকি দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যাবে বলেও পূর্বাভাস জানিয়েছে আলিপুর।
তবে দক্ষিণবঙ্গে আশার কথা শোনা গেলেও বৃষ্টি এখনই থামছে না উত্তরে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হবে। ভিজবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িও। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বলে খবর।
আবহাওয়া দফতর জানিয়েছে, বালাসোর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে বিহারে। রাজস্থান থেকে বিহার পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই কারণেই রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে।
কলকাতায় আজ সারাদিন মূলত আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার।