Weather Update: বৃষ্টিতে ভিজেই কি স্বাগত জানাতে হবে নতুন বছরকে, কি জানাল হাওয়া অফিস

0
573

দেশের সময় ওয়েবডেস্কঃ ডিসেম্বর মাসে চলছে আবহাওয়ার খাম-খেয়ালিপনা৷ সকালে কুয়াশা, পরে ফের পরিষ্কার আকাশ ! কখনও ঠান্ডা কখনওবা গরম।তবে জাঁকিয়ে শীতের দেখা নেই।

গত ২৫ ডিসেম্বরেও কলকাতাবাসীকে গরমে দিন কাটাতে হয়েছিল। এই শীতেই ৫০ বছরের গরমের রেকর্ড ভাঙে ৷

তবে বছরের শেষ এবং বছরের শুরুতে ঠান্ডা বজায় থাকবে কলকাতায়। কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুবই কম। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪ থেকে ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমেছে। উত্তর-পশ্চিমে শীতল হওয়ারও দাপট থাকবে।

তারপর আবারও সামান্য তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিংপয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী সিকিমেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে।

Previous articleArt exhibition 2022: বনগাঁ চারুকলা উৎসবে শিল্পীদের কর্মশালা ও চিত্র প্রদর্শনী দেখে মুগ্ধ ছবি প্রেমীরা: দেখুন ভিডিও
Next articleDistrict Hospital: রাজ্যের হাসপাতালগুলির রেফার রোগ সারাতে এবার আরও কড়া ডোজ স্বাস্থ্য ভবনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here