Weather Update: বছরের শেষে উধাও শীত, কবে ফিরবে ঠাণ্ডার আমেজ?

0
131

দেশের সময়,কলকাতা: ভোরবেলা কুয়াশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। আর তা এতটাই বাড়ছে যে ফ্যান চালাতে হচ্ছে। ডিসেম্বরের শেষে এই চিত্রই দেখা গিয়েছে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায়। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনাও নেই।

বুধবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। ডিসেম্বর মাস, তা বোঝার উপায় নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় উধাও শীতের আমেজ। ভোরে, রাতের দিকে হালকা শীত অনুভূত হলেও, বেলায় রীতিমতো অস্বস্তি অনুভূত হচ্ছে।

বাংলাদেশে ঘূর্ণাবর্ত, আর তার জেরে এই বাংলায় ভরা পৌষে শীত উধাও! বছর শেষে আরও কিছুটা চড়ল পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ বছর আর পড়বে না শীত। বর্ষবরণের রাতেও কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত থাকবে রাজ্য। 

কলকাতার তাপমাত্রা 
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। প্রতিবেশী দেশে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে, ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার বাড়ছে। এ বছর আর শীতের ফেরার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই পূর্বাভাসে সেকথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও সিকিমে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়, বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত চারদিন ধরেই ঊর্ধ্বমুখী পারদ। আপাতত শীতের আমেজ ফিরবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না। ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে জেলায় জেলায়।

Previous articleAnupam Hazra: পদ হারাতেই ফেসবুকে বোমা অনুপমের, কী লিখলেন সোশ্যাল মিডিয়ার পোস্টে
Next articleArt Exhibition at Bongaon: শীতের বিকালে “চারুকলা” উৎসবে সামিল বনগাঁবাসী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here