Weather update বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরির সম্ভাবনা ,ফের দুর্যোগের ঘনঘটা , স্বস্তি কবে?

0
166

দেশের সময় ওয়েবডেস্কঃ: বুধবার সন্ধের আগেই একেবারে বর্ষাকালের মতো বৃষ্টি শুরু হলো দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সঙ্গে কানফাটানো বাজের আওয়াজ আর চোখ-ধাঁধানো বিদ্যুৎচমক। দক্ষিণবঙ্গে নতুন করে বর্ষার কথা মনে পড়িয়ে দেওয়া এই বৃষ্টির নেপথ্য কারণ অবশ্য দেড় হাজার কিলোমিটারেরও বেশি দূরে — বঙ্গোপসাগরে।

বঙ্গোপসাগরে জন্ম নেওয়া নিম্নচাপের সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি বৃদ্ধির পাশাপাশি জায়গা পরিবর্তন করে আরও কিছুটা উত্তর-পশ্চিমে সরে গিয়েছে নিম্নচাপ। বুধবার মৌসম ভবন যে বুলেটিন প্রকাশ করেছে, তার ভিত্তিতে বলা যায়, ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে ওই নিম্নচাপ চেন্নাই উপকূলের দিকে এগোচ্ছে।

বাংলায় দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। উৎসবের আবহে একনাগাড়ে বৃষ্টি চলছেই। লক্ষ্মীপুজোতেও তা অব্যাহত। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে আকাশের মুখভার। কোথাও ভোর থেকে তুমুল বৃষ্টি, কোথাও বা একটানা ঝিরিঝিরি বৃষ্টি। পুজোর দিনেও যা ঘিরে ভোগান্তিতে আপামর রাজ্যবাসী।

মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার সকালে আরও শক্তি বাড়িয়ে কেরলের কাছে স্থলভাগে প্রবেশ করবে এটি। গভীর নিম্নচাপের জেরে চলতি সপ্তাহ জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোথাও ভারি বৃষ্টিপাত হবে না।

হাওয়া অফিস জানিয়েছে, আজ, বৃহস্পতিবার থেকে ২২ অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। 

যদিও রবিবার থেকে ক্রমেই বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে ফিরবে শুষ্ক আবহাওয়ার মরশুম। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টিপাত কোথাও হবে না। 

অন্য দিকে দুর্যোগের ঘনঘটা দক্ষিণ ভারতে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে একটানা অঝোর ধারায় ভিজছিল তামিলনাড়ু। দুর্যোগ থামার লক্ষণ নেই। বরং সাইক্লোনের আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। আগামী তিনদিন তুমুল ঝড়বৃষ্টিতে তোলপাড় হতে পারে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্য।


মৌসম ভবন সূত্রে খবর, সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। আরো শক্তি বাড়িয়ে এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল। চেন্নাইয়ের কাছাকাছি শুক্রবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে।

পাশাপাশি আগামী কয়েক ঘণ্টায় ‘ম্যাডেন-জুলিয়ান অসিলেশন’ বা ‘এমজেও’র প্রভাবে সাইক্লোজেনেসিস সিস্টেম তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে যদি এটি সাইক্লোনে পরিণত হয়, তবে আজ, বৃহস্পতিবারেই এটি চেন্নাইয়ের কাছে আছড়ে পড়তে পারে। এর নাম, সাইক্লোন ডানা। কাতার এই সাইক্লোনের নামকরণ করেছে। 

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে সরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আগামী দু’দিন ধরে তাণ্ডব চালাবে।

ভারি থেকে অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ুর চেন্নাই, থিরভাল্লুর, কাঞ্চীপুরম, চেঙ্গলপট্টুতে। উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ুর বাকি জেলাগুলিতে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুর্যোগের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

Previous articleLakshmi Puja Fashion 2024কোজাগরীতে সাক্ষাৎ মা লক্ষ্মীর সাজে ঐশানী! আপনি কী ভাবে হয়ে উঠবেন ‘লক্ষ্মীমন্ত’ ? রইল টিপস
Next articleSandip Ghosh: পরিবারে অনটন!মামলা লড়ার টাকাও নেই হাতে,হাইকোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here