Weather Update: ফাল্গুনের শুরুতেই গায়েব শীতের আমেজ! ঊর্ধ্বমুখী পারদ, আজও বৃষ্টির পূর্বাভাস বঙ্গে দেখুন ভিডিও

0
180

দেশের সময়, কলকাতা :ভালোয় ভালোয় কেটেছে সরস্বতীপুজো। দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় বুধবার বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। দেখুন ভিডিও

ভোরের দিকে শিরশিরানি অনুভূত হলেও, বেলা গড়ালেই আবহাওয়ার পরিবর্তন। রোদ উঠেছে তবে বৃষ্টির পূর্বাভাস এখনও যায়নি। একদম সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তে ধীরে-ধীরে পরিষ্কার হয়েছে। উঠেছে রোদ। বেড়েছে তাপমাত্রাও। কিন্তু এই পরিস্থিতি বদলে যেতে যখন-তখন। কারণ আলিপুর আবহাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিয়েই রেখেছে।

বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গেও সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ ও কাল হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে মালদা ও দিনাজপুরে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে।

চলতি বছরে সেভাবে শীত অনুভূত হয়নি।স্বাভাবিকভাবেই শীতপ্রেমীদের সেই খিদেটা রয়েই গিয়েছে। তবে কি নতুন করে শীত পড়ার কোনও সম্ভাবনা রয়েছে? এই বিষয়ে অবশ্য সাধারণ মানুষকে কিছুটা হলেও হতাশ করছেন আবহাওয়াবিদরা। নতুন করে শীতের কামব্যাকের কোনও সম্ভাবনা নেই। তবে শীত শীত ভাব থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকতে পারে। তবে এই মরশুমের মতো শীতের দেখা মিলবে না।

১৭ ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে রাজ্যে। পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে। বিহার ও ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কা থাকছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

একদিকে অসময়ের বৃষ্টি আর অন্যদিকে ঘন কুয়াশা দুয়ের প্রভাবে রবি ফসলে ক্ষতির আশঙ্কা করছেন জেলার চাষিরা।

Previous articleLok Sabha Election: লোকসভা ভোট করাতে জম্মু ও কাশ্মীরের থেকেও বেশি বাহিনী বাংলায় !৯২০ কোম্পানি আধা সেনা , চিঠি দিল কমিশন
Next articleRation Scam Case: ইডি হেফাজতে শঙ্কর ‘ঘনিষ্ঠ’ বিশ্বজিৎ ! ১ ও ৫ টাকার নোট দিয়েই চলত হাওয়ালা? নগদ পাঁচ লক্ষ টাকা উদ্ধারে নয়া ক্লু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here