Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী,কয়েক ঘণ্টার মধ্যেই কি ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

0
839

দেশেরসময় ওয়েবেডেস্কঃ বেশ কয়েকদিনের গুমোট ভাবটা নিমেষে উধাও। শনিবারের মত রবিবারও একই রকম চিত্র দেখতে পারেন কলকাতাবাসী ৷ হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ৷

সূত্রের খবর, গতকালের কালবৈশাখীর জেরেই প্রাণ হারিয়েছেন ৩ জন। বৃষ্টির পাশাপাশি তুমুল ঝড়েও প্রচুর গাছ উপড়ে গিয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশের মুখভার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। 

হাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও, দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত একইভাবে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। যার ফলে তীব্র তাপদাহের হাত থেকে নিস্তার পাবে দক্ষিণ বঙ্গের একাধিক জেলার মানুষ। কমবে তাপমাত্রাও। বইবে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। সোমবারও কোচবিহার ও আলিপুরদুয়ারে একইরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু । সেই কারণেই এই ঝড়বৃষ্টি। ধীরে ধীরে মৌসুমী বায়ু এগিয়ে আসছে বাংলার দিকে। বর্ষা এবছর আগেভাগেই ঢুকে পড়বে। জ্যৈষ্ঠেই বর্ষার আগমন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তবে চলতি বছরে সময়ের আগেই রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা, তেমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

Previous articlePiyali Basak :অক্সিজেন সাপোর্ট ছাড়াই এভারেস্ট জয় করলেন চন্দননগরের মেয়ে পিয়ালি
Next articleTmc : অভিষেকের দপ্তরেই তৃণমূলে প্রত্যাবর্তন বিজেপি সাংসদ অর্জুনের, আগামী কাল সাক্ষাৎ মমতার সঙ্গে!‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here