দেশের সময় ওয়েবডেস্কঃ প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ।বিধ্বস্ত সিকিম। সেখানে রাস্তায় ধস। সে কারণে গ্যাংটক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তর সিকিম। এদিকে দক্ষিণে এখনও বর্ষার দেখা নেই।
উত্তরবঙ্গে সময়ের অনেক আগেই বর্ষা ঢুকে গেছে, কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা অধরাই। যার অপেক্ষায় এখনও চাতক গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। ১১ জুন বর্ষা ঢোকার কথা থাকলেও এখনও তার মুখ দেখল না দক্ষিণবঙ্গ। মাঝে দু’দিন বৃষ্টি হলেও ফের ভ্যাপসা গরমে নাকাল হতে হচ্ছে। বাতাসে আর্দ্রতাও বেশি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা নামবে। তবে ভ্যাপসা ভাব এখনই কমবে না। কারণ মৌসুমী বায়ু দুর্বল।
এবার প্রাকবর্ষার মরসুমে দক্ষিণবঙ্গে তেমন বর্ষা হয়নি। ফলে ভ্যাপসা গরম থেকে রেহাই মেলেনি। সপ্তাহান্তেও দক্ষিণে বর্ষার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কিন্তু খুব বেশি বৃষ্টি হবে না, তাও জানিয়েছে। এদিন সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। সেই সঙ্গে গুমোট
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা আর তার টানে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে উত্তর ছেড়ে দক্ষিণের পথে গতি কমেছে মৌসুমী বায়ুর। তাই মৌসম ভবনের নির্ধারিত ছ’দিনের সময় পেরিয়ে গেলেও বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে।
তবে রবিবার নাগাদ গাঙ্গেয় বঙ্গে বর্ষা ঢুকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই বিহার এবং ওড়িশাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার এবং ওড়িশার বাকি অংশ এবং উত্তরপ্রদেশে ঢুকে পড়বে বর্ষা।
এদিকে পাহাড়ে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ ৮৩ শতাংশ। সর্বনিম্ন ৬৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করছে। এদিন দক্ষিণ বঙ্গের জেলাগুলোর তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে চলেছে। সব জেলাতেই হবে বিক্ষিপ্ত বৃষ্টি।