Weather update: ঘূর্ণাবর্তের জেরে ফের বাংলায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস

0
866

দেশের সময় ওয়েবডেস্কঃ কালবৈশাখীর দাপটে জেলায় জেলায় নাজেহাল গরম থেকে মুক্তি মিলেছে। জানা গিয়েছে, আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টিপাত হবে বঙ্গে। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, শুধু ঝড়বৃষ্টি নয় আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও আছে। মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হবে উত্তরের পাহাড়ি জেলাগুলিতেও। আবহাওয়ার গতিপ্রকৃতি বদলাবে আগামী শুক্রবার থেকে।

হাওয়া অফিসের পূর্বাভাস, বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর দেখা পাওয়া যেতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। একইসঙ্গে এই জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে। 

হাওয়া অফিস জানাচ্ছে, আজ মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে শহরে ৷রবি এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাক্ষী থেকে তিলোত্তমা। মঙ্গল থেকে বৃহস্পতিবারের ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে মহানগরে। তাপমাত্রাও অনেকটাই কমেছে এর জেরে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে। গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রা খানিক কমেছে। প্যাচপ্যাচে গরমে অস্বস্তি নেই। আজকে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। কিছুদিন আগেও ৩৫-৪০ ডিগ্রি উঠেছিল তাপমাত্রার পারদ। তীব্র তাপপ্রবাহে কষ্ট পেতে হয়েছে শহরবাসীকে। এখন কিছুটা হলেও স্বস্তি। তবে হাওয়া অফিস জানাচ্ছে, এ সুখ বেশিদিন টিকবে না। ঝড়বৃষ্টির পালা শেষ হলে আবারও বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায়, আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাবে।

উত্তরবঙ্গেও আজ থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধ এবং বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার থেকে ফের আবহাওয়ার বদল হবে। বঙ্গে বাড়বে তাপমাত্রা। ফের একবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে কি না, তা নিয়ে যদিও এখনও কোনও পূর্বাভাস মেলেনি।

এদিকে, ফের নতুন এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, মে মাসেই বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর অথবা আন্দামান সাগরে ঘূর্ণিঝড় ‘মোচা’ তৈরি হতে পারে। যা শক্তি সঞ্চয় করে এবং উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এই ঘূর্ণিঝড়টি কবে নাগাদ আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখনই এই ঝড়ের বিষয়ে নির্দিষ্ট কোনও পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তবে পশ্চিমবঙ্গের কান ঘেঁষে বাংলাদেশেই মোচা তাণ্ডব চালাবে বলে অনুমান আবহাওয়বিদদের একাংশের।

Previous articleMinakhshi Mukherjee: ‘মানুষখেকো বাঘের চামড়া ছাড়িয়ে টাঙাতে হবে’, মহম্মদবাজারে সংহতি মঞ্চ থেকে তৃণমূলকে কটাক্ষ মীনাক্ষীর
Next articleFashion show: আই,এন, ওয়াই,সি INYC একাডেমি-র উদ্যোগে আশোকনগরে ‘ফ্যাশন শো’: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here