দেশের সময় ওয়েবডেস্কঃ দক্ষিণবঙ্গ জুড়েই যেন বৃষ্টির আকাল!গরম , অসহ্য আর্দ্রতায় জেরবার জীবন৷ শুক্রবারেও তার থেকে মুক্তির বিশেষ পথ দেখাল না আবহাওয়ার পূর্বাভাসে৷

দক্ষিণবঙ্গে রেকর্ড কম বৃষ্টিপাত। ঘাটতির পরিমাণ ৪৭ শতাংশ। মৌসুমী বায়ু দুর্বল থাকার দরুন চলতি মরশুমে সেভাবে ভারী বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গ। কিন্তু, উত্তরবঙ্গে সময়ের আগে প্রবেশ করে মৌসুমী বায়ু। এই মরশুমে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার এই মতিগতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল।

সকাল থেকেই শহর কলকাতা ও সংলগ্ন এলাকাযর আকাশ আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা শুক্রবার নেই, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় বৃষ্টিপাত হয় ২.৩ মিলিমিটার। তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াবে অস্বস্তি। আপাতত শহরের তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here