দেশেরসময় ওয়েবডেস্কঃ ঝলমলে শরতের আকাশেই সূচনা হল দেবীপক্ষের। আগামী কয়েক দিন আপাতত দক্ষিণবঙ্গের আকাশ ঝলমলে থাকবে বলেই জানাল হাওয়া অফিস। হঠাৎ মেঘ জমে হালকা ঝিরঝিরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও মূলত কলকাতা এবং আশপাশের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে বলেই মনে করছেন আবহবিদেরা।

সপ্তাহান্তে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে পুজোর মধ্যে। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টাতে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।

সোমবার সকালে আগামী ৫ দিনের আবহাওয়ার একটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাতে জানা গিয়েছে, পুজোর বোধনের আগের এই পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ৬ জেলাতেও।

কলকাতাতে আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি।

গতকাল, রবিবার বিকেলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে ৷ ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।

পরবর্তী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ। কোথাও রৌদ্রকরোজ্জ্বল পরিবেশ। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা বেশি থাকলে অস্বস্তি বাড়বে।

শনিবার ও রবিবারে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত তৈরি হলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল নিয়ে উত্তর বঙ্গোপসাগরে এটি ক্রমশ ওড়িশা উপকূলের দিকে যাবে। এর ফলে রবিবার বা তারপর থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here