WB HS Results 2022: আজ দুপুরে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানবেন কীভাবে ?

0
543

দেশের সময় ওয়েবডেস্কঃ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। আজ শুক্রবার উচ্চ মাধ্য়মিকের ফলপ্রকাশ । বেলা ১১টা নাগাদ বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। দুপুর ১২টা থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

রেকর্ড দিনের মাথায় আজ এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (HS Result 2022) করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই ফল প্রকাশ ঘিরেই কৌতুহল তুঙ্গে।

প্রতিবারের মত এবারও প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই মেধা তালিকা ঘিরেই কৌতুহল তুঙ্গে। কোন জেলা থাকবে শীর্ষে? গত কয়েক বছরের নিরিখে দেখা গিয়েছে, কলকাতার তুলনায় উচ্চ মাধ্যমিকের রেজাল্টে জেলাগুলিই এগিয়ে রয়েছে। এবারেও সেই একই রকম ফলাফল হয় নাকি সে দিকেই নজর রয়েছে ছাত্র-ছাত্রীদেরও।

এ বছর সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিল। রেকর্ড দিনের মাথায় আজ এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিবারের মত এবারও প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

সংসদের অফিসিয়াল ওয়েবসাইট
তে জানা যাবে ফল। এছাড়াও
ইত্যাদি ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা তাদের নম্বর জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এছাড়াও WBCHSE Results 2022’’ অ্যাপের মাধ্যমে জানা যাবে ফলাফল।

করোনাকালে ২০২০ সালে শুরু হয়েও মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক। করোনা আবহে গত বছর পরীক্ষাই হয়নি। এই বছর পরীক্ষা হলেও, প্রথম বার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এ বার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। সংসদের তরফে জানানো হয়েছে, ফল ঘোষণার প্রায় ১০ দিন পর, ২০ জুন পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন। 

সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে
এরপর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলে ক্লিক করতে হবে।
রোল নম্বর, অ্যাডমিট কার্ডের নম্বর ও অন্যান্ তথ্য দিতে হবে।
এরপর ওই পেজে সমস্ত তথ্য দিয়ে সাবমিট করতে হবে।

স্ক্রিনে ফুটে উঠবে পরীক্ষার ফল।রেজাল্টের স্ক্রিনশট ও প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন পড়ুয়ারা।কোনও পরীক্ষার্থী যদি ফল দেখে সন্তুষ্ট না হন, তাহলে পুনর্মূল্য়ায়ণের জন্য আবেদন করতে পারেন।

প্রসঙ্গত, বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ‘‘বেলা ১১.৩০টা নয়, শুক্রবার দুপুর ১২টা থেকে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।’’ SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকেই ফলাফল জানা যাবে বলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Previous articleRoddur Roy: জামিন পেলেন না রোদ্দুর রায়, ১৪ জুন অবধি পুলিশ হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত
Next articleSehegal Hossain: গরুপাচার কান্ড, সায়গলের কয়েক কোটির জমি-বাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here