![](https://deshersamay.com/wp-content/uploads/2023/01/book-1024x683.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/01/AD-NEW.jpg)
দেশের সময় ওয়েবডেস্ক: ডিসেম্বর, জানুয়ারিতে নৈসর্গিক রূপ চাক্ষুষ দেখার ইচ্ছে কার না করে! কখনও ভেবে দেখেছেন, কলকাতা, দিল্লিতে বরফ পড়লে কেমন লাগবে? বাড়ির বাইরে বেরিয়েই যদি তুষারপাতের সাক্ষী হন, কেমন অনুভূতি হবে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলল কলকাতা, দিল্লির সেই বরফ পড়ার ছবি। ভাবছেন কীভাবে সম্ভব?
Kolkata, snowed in… pic.twitter.com/NL3IpkIFUX
— Angshuman Choudhury (@angshuman_ch) January 4, 2023
জানুয়ারিতে পা রাখার পর থেকেই জাঁকিয়ে ঠান্ডা একাধিক রাজ্যে। দিল্লিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি এখন। অন্যদিকে বঙ্গে আজ মরসুমের শীতলতম দিন। কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতাবাসীরা। এই আবহেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে, কলকাতা-দিল্লিতে বরফ পড়ার ছবি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/01/11.jpg)
দিল্লির ইন্ডিয়া গেট থেকে কলকাতার ভিক্টোরিয়া চত্বর সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে একেবারে। কখনও ট্রামলাইনের দু’ধারে পুরু বরফ জমে, কখনও বা হলুদ ট্যাক্সির উপর বরফ পড়ে রয়েছে। দিল্লির রাস্তাঘাটেও মোটা বরফের আস্তরণ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/01/08-1.jpg)
ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অংশুমান চৌধুরী নামে এক টুইটার ব্যবহারকারী। এআই-এর মাধ্যমে তৈরি করা কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখানো হয়েছে কলকাতা এবং দিল্লি বরফের চাদরে ঢাকা! ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ছবি। আশ্চর্যজনক এমন কাজ থেকে মুগ্ধ নেটিজেনরা। অনেকেরই মতে, চেনা তিলোত্তমা যেন স্বপ্নসুন্দরী একেবারে!
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/01/07-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/01/06-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/01/02-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/01/10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/01/12.jpg)