Venice: ভেনিসের সৌন্দর্য দেখতে এবার থেকে কর দিয়ে ঢুকতে হবে এই ভাসমান শহরে

0
1256

ইউরোপ শহরে। বেড়াতে গিয়েছেন দেশের সময়-এর প্রতিনিধি রতন সিনহা৷ভেনিস থেকে রোম, ইতালির নানান ঐতিহ্যবাহী প্রাচীন শহরে ঘুরে বেড়াচ্ছেন,ভ্রমণের একাধিক তথ্য ও ছবি শেযার করলেন পাঠকদের জন্য :

রতন সিনহা, ভেনিস,ইতালি : সমুদ্রের নীল জলরাশির ওপর দাঁড়িয়ে আছে গোটা একটি শহর, দেখে মনে হবে জলে ভাসছে শহরটি। ব্রেচা ও লিলে নদীর ওপর ভাসমান শহর ভেনিসের সৌন্দর্য সারাবিশ্বে বিরল।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহর ভেনিস। জলে ভাসমান এই শহর গাড়িমুক্ত। সেখানে সবাই নৌকায় যাতায়াত করেন। যা খুবই অভূতপূর্ব এক দৃশ্য। স্থানীয় ও দর্শনার্থীরা নৌকায় বা হেঁটে ভেনিসে বিভিন্ন গন্তব্যে যান। ভেনিসে ১৭৭টি খাল, ৪১৬টি সেতু ও অনেক বিল্ডিং আছে। যা বিশ্বজুড়ে দর্শকদের আকর্ষণ করে।

এবার থেকে ভেনিস শহরে প্রবেশ করতে গেলে গুনতে হবে ১০ ইউরো বা ১ হাজার টাকা।

দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত। মাত্র পৌঁনে চার বর্গকিলোমিটার আয়তনের ছোট্ট শহরটিতে প্রতিদিন গড়ে ১ লাখ ৬০ হাজার পর্যটক আসেন, যা সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পর্যটকদের প্রিয় একটি গন্তব্যস্থল ইতালির এই ভেনিস শহর।

সৌন্দর্যে ভরপুর সাগরে ভাসমান শহরটির আয়তন মাত্র পৌঁনে চার বর্গকিলোমিটার। ছোট্ট এই শহরটিতে রয়েছে শতাধিক দর্শনীয় স্থান। মিউজিয়াম, অপেরা ও আর্ট গ্যালারিতে প্রবেশের জন্য টিকিট কাউন্টারে চোখে পড়ে দীর্ঘ লাইন। গত দুই দশক ধরে শহরটিতে প্রতিদিনই বাড়ছে ভ্রমণপিপাসুদের সংখ্যা। ভেনিসে প্রতিদিন গড়ে ১ লাখ ৬০ হাজার পর্যটক প্রবেশ করছেন। অতিরিক্ত পর্যটকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তাই প্রবেশ করের ব্যবস্থা।

সকালে এসে ঘুরেফিরে সন্ধ্যায় ভেনিস ছেড়ে চলে যান তাদের জন্য এই ট্যাক্স বেশি কার্যকর। কর্তৃপক্ষ জানায়, পর্যটন মরসুমে ৮ ইউরো, বিশেষ উৎসবে দিনে ১০ ইউরো পর্যন্ত কর দিতে হবে। শহরটিতে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার পর্যটকের প্রবেশ বেঁধে দিতে চায় প্রশাসন। অস্থায়ীভাবে এই নিয়ম চালু হবে আগামী জুন মাস থেকে। স্থায়ী ভিওিতে চালু হবে ২০২৩ সাল থেকে। যারা কর না দিয়ে ভেনিস শহরে প্রবেশ করবেন, তাদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

ভেনিসের খালে ‘সার্ফিং’ আর নয়। সম্প্রতি সে শহরের মেয়র লুইগি ব্রুগনারো টুইট করে এমনই একটি নিষেধাজ্ঞা জারি করেছেন। এর আগে বহু বার বারণ করা সত্ত্বেও ‘সার্ফিং’ বন্ধ করা যায়নি। উল্টে তা বেড়ে গিয়েছে। তাই এ বার তা বন্ধ করতে বন্ধপরিকর ভেনিসের প্রশাসন। মেয়র জানিয়েছেন, বারণ সত্ত্বেও লুকিয়ে সার্ফিং চলছে। এমন কাউকে যদি ধরে দিতে পারেন, তবে মিলবে পুরস্কার। কী সেই পুরস্কার? প্রশাসনের তরফে সেই ব্যক্তির জন্য করা হবে এলাহি নৈশভোজের ব্যবস্থা।

এর আগেও স্থানীয় সংবাদপত্রে এমন বিজ্ঞাপন দিয়ে কাজ হয়েছিল। অস্ট্রেলিয়ার দুই সার্ফারকে শনাক্ত করে প্রায় ১৫০০ ইউরো জরিমানা করা হয়। ভারতীয় মূল্যে যার অর্থ প্রায় দু’লক্ষ টাকা।

ডেনিসে ভালবাসার এক মুহুর্ত লেন্সবন্দি- রতন সিনহা৷

ভেনিস ইউনেস্কোর অন্যতম হেরিটেজ স্থান। গ্র্যান্ড খাল তারই একটি অংশ। ভেনিসের সৌন্দর্য যাতে কোনও ভাবে নষ্ট না হয়, তার জন্য সদা সতর্ক ইতালির প্রশাসন। ঐতিহাসিক খালগুলির ক্ষতি হতে পারে, এমন ক্রিয়াকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। খালগুলি বাঁচাতে এমন পদক্ষেপ প্রথম নয়। এর আগে ২০১৮ সাল থেকে ভেনিসের এই খালে ক্রুজ নিষিদ্ধ করা হয়।

Previous articleDurga Puja Carnival : বাংলার বৈচিত্র্যে রঙিন কার্নিভালের ক্যানভাস, মন খারাপ বনগাঁবাসীর
Next articleFestival: কপালে টিপ, ঠোঁটে লিপস্টিকের রঙিন ছোঁয়া, চুলে ফুলের বাহার, হাতে ফুলের তোড়া ওপার বাংলায় এবার বর কনে খোঁজার মেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here