Vande Bharat Express: হাওড়া থেকে রওনা হয়ে পুরী ঘুরে ৫ঘন্টায় ফেরত, শুরু হল বন্দে ভারতের ট্রায়াল রান

0
734

দেশের সময় ওয়েবডেস্কঃহাওড়া থেকে এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস  আগেই চালু হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভার্চুয়ালি সেই বন্দে ভারতের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। এবার হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। 

শুক্রবার সকালে ট্রায়াল রান শুরু হয় ৷ হাওড়া থেকে পুরীর উদ্দেশে রওনা দেয়। আবার সেখান থেকে হাওড়া ফিরে আসবে।

রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসের সফল ট্রায়াল চালানোর পরে, খুব শীঘ্রই সম্পূর্ণ ফেজ অপারেশন শুরু হবে। এখনও পর্যন্ত ‘বন্দে ভারত’ ট্রেনের বাণিজ্যিক কার্যক্রমের জন্য কোনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। চূড়ান্ত তারিখ নিশ্চিত হওয়ার পরে জানিয়ে দেওয়া হবে।জানা যাচ্ছে, তীব্র গতিতে ছুটবে এই সেমি হাইস্পিড ট্রেন।

বুধবার রাতে বন্দে ভারতের একটি নতুন রেক এসে গেছে। ওড়িশার বালেশ্বর থেকে খড়্গপুরের উপর দিয়ে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে পৌঁছেছে ঝাঁ চকচকে নতুন রেক। ট্রায়াল রানের জন্য তৈরি আছে ট্রেনট

খড়গপুর ডিভিশনে এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। তার অপেক্ষায় প্রহর গুনছে খড়গপুর ডিভিশন। সূত্রের খবর, টিটি, ক্যাটারিং থেকে সব কিছু এর জন্য তৈরি রয়েছে।

শুক্রবার এবং রবিবার দুটি পর্বে ট্রায়াল করা হবে। শুক্রবার এই রেকটি হাওড়া থেকে সকাল ৬.১০ মিনিটে যাত্রা শুরু করে এবং রাত সাড়ে ৮টায় ফিরে আসবে হাওড়ায়। সকালে ট্রেনটি খড়গপুর স্টেশনে ৭.৩৮ মিনিটে পৌঁছয়, দু’মিনিট পর পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি ১২.৩৫ মিনিটে পুরী পৌঁছবে। পুরী থেকে ১.৫০ মিনিটে যাত্রা শুরু করবে।

হাওড়া থেকে পুরী যেতে আর দীর্ঘ সময় লাগবে না। সাধারণত ট্রেনে ৮-৯ ঘণ্টা সময় লাগে। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে সময় অনেক কম লাগবে। সাড়ে পাঁচ ঘণ্টাতেই হাওড়া থেকে পুরী বা পুরী থেকে হাওড়া পৌঁছনো যাবে। ভ্রমণ পিপাসু বাঙালির অন্যতম গন্তব্য পুরী। কেউ জগন্নাথ ধামে পুজো দিতে যান, আর কেউ সমুদ্রের টানে। বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গেলে সবার জন্যই খুব সুবিধা হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে পুরীর মাঝে খড়গপুর সহ ৬টি স্টেশনে দু’মিনিটের জন্য দাঁড়াবে। আজ এই ট্রেনটি ৷

হাওড়া-পুরী ও হাওড়া-রাঁচী রুটে বন্দে ভারত চালানোর বিষয়ে আগ্রহের কথা বোর্ডকে জানিয়েছিল দক্ষিণ-পূর্ব রেল। এমনিতেই হাওড়া-পুরী রুটের যাত্রী বেশি। রেললাইনের সমস্যাও সেক্ষেত্রে খুব বেশি অন্তরায় হয়ে উঠবে না। তীর্থক্ষেত্র ও পর্যটনের নিরিখে পুরীর গুরুত্ব অনেকটাই বেশি। দুই বিভাগের জন্য ১৬ কোচের পূর্ণাঙ্গ ‘বন্দে ভারত’ বরাদ্দ করা হয়। আজ তার ‘ট্রায়াল রান’হল।

Previous articleKalbaisakhi: কালবৈশাখীর দাপট একাধিক জেলায়,বাজ পড়ে প্রাণ গেল ১৫ জনের
Next articleStrike in North Bengal : বন্‌ধ ঘিরে উত্তেজনা উত্তরবঙ্গে,আটক দুই বিজেপি বিধায়ক সহ প্রায় ২০ জন বিক্ষোভকারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here