Ukraine Crisis: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে অক্লান্ত পরিশ্রম করছে কেন্দ্র : মোদী

0
551

দেশের সময় ওয়েবডেস্কঃ ২৪০ জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে কাজে নামল এই নিয়ে তিন নম্বর বিমান। রবিবার ২৪০ জনকে নয়া দিল্লির রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। তাঁদের সাহায্যার্থে গঠন করা হয়েছে ‘হেল্প ডেস্ক’। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে দিনরাত কাজ করছে কেন্দ্রীয় সরকার। 

রবিবার উত্তরপ্রদেশের বারাণসীতে মোদী বলেন, অক্লান্ত পরিশ্রম করছে কেন্দ্র, যাতে ভারতীয়রা নিরাপদে দেশে ফিরতে পারেন। তাঁর কথায়, ‘প্রত্যেকে ভারতীয়র বিশ্বের পরিস্থিতির (রাশিয়ার ইউক্রেন আক্রমণ) ওপর নজর রয়েছে। নাগরিকদের প্রাণকে বরাবর অগ্রাধিকার দিয়ে এসেছে ভারত। যখনই দুঃসময় আমাদের আঘাত করেছে, সরকার সবাইকে নিরাপদে ফিরিয়ে আনার কোনও সুযোগ ছাড়েনি।’

তিনি আরও বলেন, ‘অপারেশন গঙ্গা দিয়ে আমরা হাজার হাজার ভারতীয়দের ফিরিয়ে আনছি। আমাদের ছেলে মেয়েরা, যারা এখনও ওখানে আটকে… আমাদের সরকার তাঁদের ঘরে ফেরা সুনিশ্চিত করতে দিন রাত কাজ করে চলেছে।’  উত্তরপ্রদেশে এখন বিধানসভা নির্বাচন চলছে। তার প্রচারেই নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদী।

ইউক্রেন প্রসঙ্গে কথা বলার পর মোদী বললেন, ‘বর্তমান সময় প্রত্যেক ভারতীয়কে এক বার্তা পাঠাচ্ছে। এটাই ভারতকে আরও শক্তিশালী এবং স্বনির্ভর বানানোর সময়। এখন তুচ্ছ বিষয়, জাতপাত ইত্যাদির ঊর্ধ্বে উঠে দেশের পাশে দাঁড়ানোর সময়। যে কোনও মূল্যে আমাদের সেনাবাহিনীকে আধুনিকতর করে তুলতে। এই দায়িত্ব কোনও কোনও রাজতন্ত্র, স্বার্থপর নেতা পূরণ করতে পারবে না।’         

Previous articleWest Bengal Municipal Election 2022 Live: পুরভোটে বনগাঁতেও অশান্তি, ‘‌ভোট দিতে দিচ্ছে না’‌ বলেই কেঁদে ফেললেন বিজেপি প্রার্থী, বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়ল ৬৫.২০ শতাংশ
Next articleSuvendu Adhikari: ধর্মঘট প্রত্যাহার করে নিন, বললেন শুভেন্দু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here