TOLLY ৷NTERVIEW

0
948
পরিচালক বাহাদুর চক্রবর্ত্তী র সাথে তার নাট্য ও সিনেমা জগৎ নিয়ে কথা বললেন দেশের সময়ের প্রতিনিধি শ্রীময়ী|
শ্রী : আপনার পরিচালনায় আসা কিভাবে ?
~ ছোটবেলা থেকে নাটকের সাথে যুক্ত ছিলাম | আমার নিজের পরিচালনায় আমি অনেক নাটকে অভিনয় করেছি | এর পরযখন বড় হলাম তখন নিজের লেখা নাটক ‘বাজ’ মঞ্চস্ত করলাম | যেটা সুপার হিট হয় | তখন ই ঠিক করি যদি সিনেমা করি তো “বাজ” ই আমার প্রথম ছবি হবে | নাটক মঞ্চস্ত করার ২৫ বছর পর আমার প্রথম সিনেমা রিলিজ্ হয় তা হল “বাজ” | এই ভাবেই আমার চিত্র জগৎ এ আসা |
শ্রী : নাটকের মঞ্চ না চিত্র পরিচালনা কোন টা আপনার বেশী পছন্দের?
~ যেহেতু অভিনয় ভালবাসি তাই প্রতিটা মাধ্যম ই অামার খুব প্রিয় | কোনোটা আলাদা ভাবে বলা সম্ভব নয় | সিনেমা ও নাটক ২ টি সম্পূ্র্ণ আলাদা বিষয় | সিনেমা তে অনেক সূক্ষ অভিনয়ের প্রয়োজন হয় | কিন্তু নাটকে আবার one take one shoot নিতে হয় | সেখানে ভুল হলে চলে না | “নটী বিনোদিনী “, “বাজ”, “বাস্তব অবাস্তব” সব আমার নিজের পরিচালনায় করা | এছাড়া ও রয়েছে “জীবনরঙ্গ “ও ইংরাজী নাটক “scope of screen” যেগুলো প্রত্যেকটি ই সুপার হিট হয়েছিল |
শ্রী : আপনার কি মনে হয় একজন ভাল অভিনেতা বা অভিনেত্রীর কী কী গুণ থাকা প্রয়োজন?
~ সিনেমার ক্ষেত্রে উচ্চতা , কন্ঠস্বর, উপস্থাপনা, উচ্চারণ, বাচনভঙ্গী, চেহারা ,শারীরিক অভিব্যক্তি এই গুণ গুলি থাকা খুব প্রয়োজনীয় | যার মধ্যে যতবেশী থাকবে সে তত উন্নতি করতে পারবে |
শ্রী : পরিচালক বাহাদুর চক্রবর্ত্তীর সাথে মানুষ বাহাদুর চক্রবর্ত্তীর সাথে তফাত কী?
~ দুটোর মধ্যে বিস্তর ফারাক | যখন আমি পরিচালনা করি তখন সব ভুলে পুরোপুরি তার মধ্যে ঢুকে পড়ি | যখন শুটিং শেষ হয় তখন আমি একদম অন্য মানুষ গয়ে যাই | সবার সাথে মিশে যায় হাসিঠাট্টা করি | তখন মনে হয় আমি এটাই |
শ্রী : আপনার আগামী কাজ টা কী?
প্রযোজক পিন্টু সেনগুপ্তের প্রযোজনায় “টুইস্ট” বলে একটা ছবির কাজ শুরু হতে চলেছে | এছাড়া ও একটা কথা চলছে festival movie ও একটি ভারত বাংলাদেশের যৌথ উদ্দোগে ছবির হওয়ার কথা |
শ্রী : আপনি আগামী প্রজন্মের জন্য কী বর্তা দিতে চান?
~ লক্ষ্য করবে শ্রীময়ী, এখনকার সময়ে অনেক প্রতিভা আছে যাদের সঠিক মূল্যায়ন করতে পারছি না | সেই সব প্রতিভাদের মঞ্চস্থ করা বা সিনেমার পর্দাতে আনার একটি সুপ্ত বাসনা অনেক আগে থেকেই ছিল তাই আমার প্রতিটা কাজে পরিচালক হিসাবে নায়ক ,নায়িকা, গায়ক ,গায়িকাদের সুযোগ দিয়ে এসেছি এবং আমৃত্যু দিয়ে যাব/ গ্রাফিক্স:দেবন্বিতা চক্রবর্তী:
Previous articleউৎসবের দিনে রক্তাক্ত পাঞ্জাব, ট্রেনের ধাক্কায় মৃত অন্তত ৬০ ৷
Next articleThe protesters were raising slogans against the Punjab government:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here