‘মা-বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দিয়ে আসব’!’ফোঁস করলে বাড়ি থেকে বেরোতে পারবেন?’
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ”কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে আপনি কামড়াবেন না ঠিকই। কিন্তু ফোঁস তো করতে পারেন।” সেই কথার রেশ টেনে অশোকনগরের এক তৃণমূল নেতা সরাসরি মহিলাদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুলেছিল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বাংলার নারীদের প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার কাউন্সিলের স্বামী।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল, ‘‘মা-বোনেদের সম্মান, আমাদের সম্মান’। সেই ব্যানারের সামনে দাঁড়িয়েই অতীশ বলেন, ‘‘আমরা যদি ফোঁস করি, আপনার বাড়ির মা-বোনদের কুৎসা রটিয়ে যদি দরজায় টাঙিয়ে দিয়ে আসি, তা হলে সেই পোস্টার খুলতে পারবেন না। ওই দিন আর বেশি দূরে নেই। আমি এখানে দায়িত্ব নিয়ে বলে গেলাম।’’ তিনি আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা যদি পাড়ায় পাড়ায় ফোঁস করতে শুরু করি, তবে বাড়ি থেকে বার হতে পারবেন তো?’’
প্রসঙ্গতউল্লেখ্য, মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন।’’ দলীয় নেত্রীর কথা মতো ‘ফোঁস’ করতে গিয়েই বিতর্কে জড়ালেন অতীশ। তাঁর এ ধরনের মন্তব্য প্রকাশ্যে আসার পরই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অতীশের ওই বক্তব্যের অংশ এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি। সেখানে অতীশকে ‘তৃণমূলের গুণধর লুম্পেন বাহিনী’ বলে কটাক্ষ করেছেন সুকান্ত।
https://x.com/DrSukantaBJP/status/1830285106189324529?t=7f1M1nmU8Tm8j_nsCPEYPQ&s=19
‘ফোঁস’ করে বিতর্কে জড়িয়েছিলেন। এ বার অশোকনগরের সেই তৃণমূল নেতাকে দল থেকে সাসপেন্ড করল ঘাসফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি তিনি এ-ও জানান, তৃণমূল এ ধরনের মন্তব্যের নিন্দা করছে।
রবিবার অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় এক দলীয় কর্মসূচিতে বক্তৃতা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার। ‘মা-বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে’, বলে মন্তব্য করেছিলেন তিনি। তা নিয়ে সোমবার তৃণমূল নিজের অবস্থান জানাল। কুণাল বলেন, ‘‘যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনেদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, তাঁকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই আচরণের নিন্দা করছে দল।’’