Theater গাঁড়াপোতা শপ্তক নাট্য সংস্থা আয়োজিত ২৬ তম নাট্য মেলা শুরু গোবরডাঙা সংস্কৃতি কেন্দ্রে: দেখুন ভিডিও

0
121
অর্পিতা বনিক দেশের সময়

নাটকের শহর নামে পরিচিত গোবরডাঙা ।আর এই শহর জুড়ে হয়েছে একাধিক নাট্য সংস্থা।

22 মে গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে গাঁড়াপোতা শপ্তক নাট্য সংস্থা আয়োজিত ২৬ তম নাট্য মেলার প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হল। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন ড: শুভ জোয়ারদার , ভূমিসুতা দাস, লোপামুদ্রা গুহনিয়োগী। দেখুন ভিডিও

বুধবার বিকালে” থিয়েটারে শিল্পীর শরীরই হল পুঁজি, বাকিটা ইন্টারেস্ট” – এই শিরোনামে একটি
সেমিনার দিয়ে নাট্য মেলার মূল অনুষ্ঠান শুরু হয় ।
এছাড়া বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে দেবী, নন থিয়েট্রিক্যাল,বাঁশিওয়ালা ,সুরের তরোয়াল,কৃষ্ণা’র মতো বিভিন্ন নাটক ।

ইন্টারনেট, মোবাইলের যুগে নাটক দেখার মতো দর্শকের অভাব ক্রমশ বেড়েছে। নাটকের পালা নামাতে গিয়েও বারবার তৈরি হয়েছে নানা রকম আর্থিক সমস্যা। তার পরেও এত বছরের ধারাবাহিকতা ধরে রাখার কৃতিত্বের সাক্ষর তুলে ধরল  ‘গাঁড়াপোতা শপ্তক নাট্যসংস্থা’।

Previous articleCyclone Update and South Bengal Rain: সাগরে তৈরি নিম্নচাপ, দুপুরেই ভিজল কলকাতা,  তুমুল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে
Next articleBodh Gayaবুদ্ধপূর্ণিমায় সারা বিশ্বের পর্যটকেরা জড়ো হন বুদ্ধগয়ায়, কী কী দেখবেন রইল বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here