দেশের সময় ওয়েবডেস্কঃ বকেয়া টাকা পড়ে রয়েছে প্রায় ২০০ কোটি। মিটিয়ে দেওয়ারই নামই করছে না রাজ্য। ওই বকেয়া টাকা না মেটালে আর স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিল রাজ্যের ২০টি বেসরকারি হাসপাতাল। সূত্রের খবর, রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়ে এই কথা জানানো হয়েছে।

হাসপাতালগুলির দাবি, এতদিন নিজেদের টাকা দিয়েই সরকারি প্রকল্পের খরচ মেটানো হয়েছে। কিন্তু এখন বকেয়ার পাহাড় জমছে। কোটি কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। এই টাকা না মেটালে এবার পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে হাসপাতালগুলির তরফে।

সূত্রের খবর, বেসরকারি হাসপাতালগুলির বকেয়া প্রায় ২০০ কোটি টাকা। বেসরকারি হাসপাতাল সংগঠনগুলির বক্তব্য, এর আগেও তারা বকেয়া মেটানোর বিষয়ে স্বাস্থ্যদফতরে জানিয়েছিল। সেখান থেকে বলা হয়েছিল, ২০ দিনের মধ্যে এই টাকা তারা পেয়ে যাবে।

কিন্তু সেই সময়ের মেয়াদ পার হয়ে গেলেও বকেয়া টাকা পাননি বলে অভিযোগ। যে কারনেই স্বাস্থ্যভবনকে চিঠি পাঠিয়েছেন তাঁরা। বকেয়া না মেটালে এবং প্যাকেজের দর না বাড়লে স্বাস্থ্যসাথী কার্ডে আর পরিষেবা দিতে পারবে না বলেই জানিয়ে দিয়েছে বেসরকারি হাসপাতালগুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here