দেশের সময় ওয়েবডেস্কঃ ১২ ডিসেম্বর কোন ধামাকা হল না! ১২, ১৪ ও ২১ ডিসেম্বর বড় কিছু হবে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কিন্তু ১২ ডিসেম্বর তো বড় কোনও ধামাকা হলই না। বরং নতুন তারিখ জানালেন শুভেন্দু। বললেন, ১৩ জানুয়ারির মধ্যে বড় ডাকাত ধরা পড়বে। এই তারিখটা আর ১৪ ফেব্রুয়ারি হবে না। ১২ ডিসেম্বর কিছু একটা হবে– এই ইঙ্গিত দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক।
তাই সোমবার সকাল থেকেই তাঁর কার্যকলাপের দিকে নজর ছিল সবার। মনে করা হচ্ছিল, সন্ধেয় হাজরা মোড়ের সভা থেকে ‘বিস্ফোরণ’ ঘটাতে চলেছেন শুভেন্দু। চমক দিয়ে সভার আগেই নিজাম প্যালেসে যান শুভেন্দু। কিন্তু দুর্নীতি সংক্রান্ত কোনও তথ্য তুলে ধরা তো দূর, বরং হাজরার সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই খোঁচা দিলেন শুভেন্দু।
তিনি বলেন, ‘রোজ মর্নিং ওয়াকে গিয়ে মিডিয়াকে যা খুশি বলি না, যা বলি ভেবে বলি।’ মঞ্চে এদিন শুভেন্দু বলেছেন, ‘তিনটি তারিখের কথা বলেছি। কিন্তু তৃণমূলের চোরদের নিয়ে সরকার গড়ব বলিনি। বিচারব্যবস্থা নিয়ে কিছু বলব না। তবে ১৩ জানুয়ারির মধ্যে রাজ্যের সবচেয়ে বড় ডাকাত ধরা পড়বে। এই তারিখটা আর ১৪ ফেব্রুয়ারি হবে না।’ যা শুনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, ‘১২ ডিসেম্বর তো কেটে গেল? কী হল?’