দেশের সময় ওয়েবডেস্কঃ যার নামের আলাদা করে কোনও ভূমিকা দেওয়ার প্রয়োজন হয় না। পর্নছবির দুনিয়া থেকে বেরিয়ে এসে নিজের একটা আলাদা পরিচয় তিনি তৈরি করেছেন বলিউডে । কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গেও। অতীতে তিনি তাঁর সাহসী কার্যকলাপের জন্য একাধিকবার শিরোনামে এসেছেন।
টেলিভিশন শো এবং সিনেমা নিয়ে ব্যস্ত সানি লিওনির সঙ্গে আগের সানি লিওনির মিল খুঁজে পাওয়া শক্ত। এক সময় তারকার জীবন জুড়ে ছিল শুধুই যৌনতা। বিতর্কিত মন্তব্য করেও শিরোনামে আসতেন আগে। প্রথম কবে পেয়েছিলেন যৌনতার পাঠ? জানলে চমকে যাবেন আপনিও।
সানি লিওন কেরিয়ার শুরু করেছিলেন পর্ন ফিল্ম জগৎ থেকে। নীল ছবির দুনিয়ায় সানি লিওন বেশ বড় নাম। যদিও সেই ইন্ডাস্ট্রি ছেড়ে এসেছেন বহু বছর আগেই। এখন তিনি জমিয়ে ঘর সামলাচ্ছেন। সঙ্গে বলিউডেও বিভিন্ন কাজে দেখা যাচ্ছে তাঁকে। যদিও এখনও তাঁকে পুরনো কাজের জন্য নানারকম কটূক্তির শুনতে হয়। যদিও সেসব কথায় কোনওদিনই কর্ণপাত করেন না তিনি।
সম্প্রতি সানি প্রকাশ্যে এনেছেন নিজের জীবনের এক অতীত অধ্যায়ের কথা। যা শোনার পর অনেকেরই চোখ কপালে উঠেছে। কেউ কেউ ভ্রু কুঁচকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্যও করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমি যখন প্রথম সেক্স করি, তখন আমার বয়স মাত্র ১৪ বছর। হ্যাঁ ঠিকই শুনেছেন। সে আমার স্কুলের সহপাঠী ছিল। দুজনেই ভীষণ ভাল বন্ধু ছিলাম। ও আমাকে মাঝেমধ্যেই কোল্ড ড্রিঙ্ক আর ড্রাই ফ্রুটস খাওয়াতো। একদিন দুজনে ওর একটি রিসর্টে গিয়েছিলাম। সেখানেই প্রথম সেক্স করি আমরা।”
এরপর অভিনেত্রী আরও বলেন, “রিসর্ট থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। তাই বাড়ি এসে বাবা-মাকেও মিথ্যে বলি। ওঁরা যখন আমার কাছে জানতে চান, কেন স্কুল থেকে ফিরতে দেরি হল, আমি তখন বলি যে, এক বান্ধবীর জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম।”
সেই প্রথম, তার পর কত সঙ্গী বদলেছেন। নারীদের সঙ্গেও ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে সানিকে। ছেড়ে এসেছেন পর্নোগ্রাফির দুনিয়া।
এখন তিনি ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সুখে ঘরকন্না করছেন। ২০১৮ সালে জন্ম দিয়েছেন যমজ পুত্রের। দত্তক নিয়েছেন এক কন্যাকেও। সেই সঙ্গে সানি উপভোগ করছেন সফল কেরিয়ার। ‘স্পিৎসভিলা’র সঞ্চালক তিনি বর্তমানে। আসছে নতুন ছবিও।