দেশের সময় ,কলকাতা : ৩৫ বছর পর এসইউসিআই-এর ব্রিগেড সমাবেশ হল শনিবার। সমাবেশে মূল বক্তা ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। তিনি তাঁর বক্তব্যে আগাগোড়া সিপিএমকে বিভিন্ন ইস্যুতে বিদ্ধ করলেন। ব্রিগেডে রাশি রাশি মাথাকে সামনে দেখে তিনি বললেন, ‘আমাদের শক্তির মাত্র একটা অংশই আসতে পেরেছে ব্রিগেডে’ ।
১৩০ ফুট লম্বা, ৩০ ফুট চওড়া মঞ্চের সামনে থিকথিক করছিল সমর্থকদের মাথা । প্রভাস ঘোষ এদিন বলেন, ‘অনেক বাম দল বক্রোক্তি করেছে। কখনও কোনও অন্যায়ের সামনে নত হয়নি এসইউসিআই। ‘অনেকে বলেছিল এসইউসিআই কোনও দলই নয়। এই সমাবেশ সে সবের জবাব’ ৷
সাড়ে তিন দশক পর ব্রিগেডে সভা করল এসইউসিআই । ৫ অগাস্টের এই সমাবেশ ঘিরে জেলায় জেলায় বহুদিন ধরে প্রচার চালিয়ে ছিল এই দল। প্রত্যাশা মতোই বিভিন্ন জায়গা থেকে আসলেন দলে সমর্থকরা। দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তিতে শনিবার ব্রিগেডে সমাবেশ হল।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপিসহ সিপিএমকে তীব্র নিশানা করেন এসইউসিআই -এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রভাত ঘোষ বলেন, ‘এসইউসিআই -কে অনেক বাম মনোভাবাপন্ন দল ব্যঙ্গ-বিদ্রুপ করেছিল। সেই সময় যাঁরা এই দলকে বিদ্রুপ করেছিল, তাঁরা আজ প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। এসইউসিআকে ব্যাঙের ছাতা বলে বিদ্রুপও করা হয়। কিন্তু এই মুহূর্তে দেশে সিপিআই বলে কোনও পার্টি নেই। আরএসপি, ফরওয়ার্ডের মতো দলগুলি ক্রমশ দুর্বল হচ্ছে।’
তিনি সরাসরি বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ায় সিপিএমের যোগ নিয়ে কটাক্ষ করেন। প্রভাস ঘোষ বলেন, ‘এমন একটা জোটে সিপিএম গিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস আছে…এসইউসিআই আজও নিজের পায়ে দাঁড়িয়ে আছে’।
সিপিএমকে নিশনা করে এসইউসিআই -এর সাধারণ সম্পাদক বলেন, ‘ঐক্যবদ্ধ সিপিআই লোকসভায় সর্ববৃহৎ বিরোধী রাজনৈতিক দল ছিল। ১৯৬৪ সালের সিপিএম তৈরি হওয়ার পর তারা কেরল, ত্রিপুর ও পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল। ১৯৭৭ সাল থেকে একটানা ৩৪ বছর তারা বাংলার সরকার চালিয়েছে। আজ তাদের অবস্থা কী? বাংলায় নির্বাচনে শক্তি সঞ্চয়ের জন্য তারা কংগ্রেসের হাত ধরেছে। ক্ষমতার জন্য একজন পীরকে ধর্মনিরপেক্ষ সাজিয়ে তাঁর হাত ধরেছে। সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটে তৃণমূলও তাদের সঙ্গে রয়েছে। কিন্তু এখানে তৃণমূলের সঙ্গেই সিপিএমের লড়াই। আজকে এই হচ্ছে সিপিএমের অবস্থা।’ ২০২১ বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস-আইএসএফ জোট নিয়ে প্রভাসের এই কটাক্ষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রভাস ঘোষ আরও বলেন, ‘ এসইউসিআই কখনও দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করেনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা একক শক্তিতে আজও দাঁড়িয়ে রয়েছি, লড়াই করছি। সেই কারণেই আজকের সমাবেশের আয়োজন করা হয়েছে। শিবদাস ঘোষ যখন এই পার্টি গঠন করেন, মাও সে তুঙ ও স্ট্যালিনও তাঁকে সমর্থন করেছিলেন। মানুষের পাশে থাকার জন্য এসইউসিআই দল তৈরি করেছিলেন তিনি। আমাদেরকেও তিনি সেই কাজ শিখিয়ে দিয়ে গিয়েছিলেন।’