শ্রী খোলের তালে রাম নবমী পালন খাদ্যমন্ত্রীর

0
563

আশিষ বিশ্বাস – হাবড়া: ২৫ শে মার্চ রবিবার বিকালে হাবড়ার চোংদা মোড়ে রামনবমীর পুজোর আয়োজন করে তৃনমল সমর্থক ও কর্মীরা। এই পূজোর শেষে মিছিলে খোলের তালে পা মেলান বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়মল্লিক।খাদ্যমন্ত্রী বলেন, রাম শুধু মোদী,দিলীপ ঘোষদের নয়। আমাদেরও হিন্দু আবেগ আছে। রামকে নিয়ে ওরা জঘন্য রাজনীতিতে মেতেছে। আমরা রাম নবমীকে সার্বজনীন করলাম।এদিন বর্ণাঢ্য শোভা যাত্রায় গদা প্রদর্শন করেন হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শোভা যাত্রাটি হাবড়ার চোংদা মোড় থেকে যশোর রোড ধরে হাবড়ার ২ নম্বর গেট ,বানীপুর হয়ে কুমড়ো বাজার পর্যন্ত পরিক্রমা করে ৷ উপস্থিত ছিলেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নিলীমেশ দাস৷ ছবিটি তুলেছেন-সৌভিক দাস৷

Previous articleগোবরডাঙা হাসপাতাল চালুর দাবীতে ফের আন্দোলন শুরু করল স্থানীয় বাসিন্দারা
Next articleপরীক্ষা মূলকভাবে কনটেইনার রেল যাত্রা শুরু হল ভারত-বাংলাদেশের মধ্যে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here