Sourav Ganguly: সৌরভ কি রাজ্যসভায় যাচ্ছেন? ইঙ্গিতপূর্ণ টুইট কি আসলে বিজ্ঞাপনী চমক?

0
659

দেশের সময় ওয়েবডেস্কঃ বুধবার সকাল থেকে বিকেল প্রচারমাধ্যম ব্যস্ত কেকের প্রয়াণের খবর নিয়ে।

হঠাৎ সন্ধের মুখে তাতে ভাগ বসালেন সৌরভ গাঙ্গুলি। আচমকা একটি বিস্ফোরক টুইট, তাতেই নড়ে গেল ক্রিকেট বিশ্ব। উঠতে শুরু করল একাধিক প্রশ্ন। তাহলে কি ক্রিকেট প্রশাসন ছেড়ে রাজনীতিতে যোগ দিচ্ছেন সৌরভ?

কেউ কেউ আবার আরও একধাপ এগিয়ে বলে বসলেন, রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হচ্ছেন। আদৌ কি এই দুটোর মধ্যে কোনওটা ঠিক? একেবারেই না। সৌরভের ইঙ্গিতপূর্ণ টুইটের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাহলে হঠাৎ কেন এরকম টুইট করলেন?

তার খোলসা করেন খোদ সৌরভ। কোনও রাজনৈতিক পদক্ষেপ নয়, এর নেপথ্যে শুধুই বিজ্ঞাপনী চমক। প্রথমে ভাবতে হয়ত একটু অবাকই লাগবে। কারণ এর আগে এইধরনের চমক আমরা সৌরভের থেকে পাইনি।

তবে বুধবার সন্ধেয় রহস্যের উদঘাটন করেন বোর্ড সভাপতি। সৌরভ জানান, যে নতুন যাত্রার উল্লেখ টুইটে করেছেন, সেটা নেহাতই ব্যবসায়িক পদক্ষেপ। ক্রিকেটের বাইরে বেরিয়ে এবার একটু অন্য বিষয়ে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে চলেছেন। কী সেই নতুন রাস্তা?

জানা গেল, একটি আন্তর্জাতিক মানের এডুকেশনাল অ্যাপ তৈরি করছেন সৌরভ। টুইটে সেটারই বিজ্ঞাপনী চমক। নিজের ঘনিষ্ঠ মহলেও এই কথা জানিয়েছেন সৌরভ। সুতরাং বোর্ডের সভাপতিত্ব ছাড়ার কোনও প্রশ্নই নেই। আপাতত সেপ্টেম্বর পর্যন্ত বিসিসিআইয়ে সৌরভের কার্যকাল রয়েছে। অন্তত ততদিন পর্যন্ত রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বলাই যায়।

Previous articleKK: মৃত্যুর আগের মুহূর্তে কী করেছিলেন কে কে?‌মৃত্যুর কারণ ঠিক কী?‌ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ
Next articleWeather Update: অবশেষে স্বস্তির খবর! কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি এই জেলাগুলিতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here