Sourav Ganguly:নিরাপত্তা বাড়ল সৌরভের, এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন দাদা

0
630

দেশের সময়: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ‘দাদা’। তাঁর সেই নিরাপত্তার মেয়াদ শেষ হতেই মঙ্গলবার রাজ্য প্রশাসনের কর্তারা বৈঠকে বসেন।

সেখানেই সৌরভের নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা বলেছেন, ভিভিআইপিদের ক্ষেত্রে নিরাপত্তার মেয়াদ শেষ হওয়ার পর প্রোটোকল মেনে পর্যালোচনা বৈঠক হয়। সেখানে যদি মনে হয়, নিরাপত্তার বহর বাড়ানো বা কমানোর প্রয়োজন, সেইমতো সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌরভ গাঙ্গুলীর ক্ষেত্রে ওয়াই ক্যাটাগরি থেকে তাঁর নিরাপত্তা জেড ক্যাটাগরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন নিরাপত্তা বলয়ে সৌরভকে এখন থেকে সবসময় আট থেকে দশজন সশস্ত্র পুলিশকর্মী পাহারা দেবেন।

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে সৌরভকে স্পেশাল ব্রাঞ্চ থেকে তিনজন পুলিশকর্মী ঘিরে থাকত। একই সংখ্যক পুলিশকর্মী তাঁর বাসভবন পাহারা দিতেন।
সৌরভ বর্তমানে তাঁর দল দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে রয়েছেন। ২১ তারিখ তাঁর কলকাতায় ফেরার কথা।

সেদিন থেকেই তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন বলে রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার রাজ্য সচিবালয়ের আধিকারিকরা সৌরভের অফিসে আসেন। সেখানে তাঁরা রাজ্য পুলিশের সদর দফতর লালবাজার ও স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তারপরই রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো জেড ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করা হয়।


বর্তমানে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সি ভি আনন্দ বোস, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পান। এছাড়াও জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় মন্ত্রী ফিরহাদ হাকিম ও মন্ত্রী মলয় ঘটককে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সিআইএসএফ সুরক্ষা বলয়ে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন।

Previous articleMurder : আমি সবাইকে মেরে ফেলেছি, স্ত্রী ও সন্তানদের খুন করে সহকর্মীর ফোনে ভেঙে পড়লেন মেট্রোরেলের কর্মী
Next articleSaurabh Bhardwaj : রাত সাড়ে ন’টা পর্যন্ত মিটিংয়ের জন্য বসে থাকলেন মন্ত্রী, সময় হল না মুখ্য সচিবের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here