দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের হুমকি দেওয়া নিয়ে তোলপাড় বাংলাদেশ। বিএনপির যে নেতা হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন, তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
ঘটনার নিন্দা জানিয়ে তাদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি খুনের রাজনীতির পথেই আছে। ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো হামলা চালিয়ে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও নিশ্চিহ্ন করার বর্বর রাজনীতি চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য বিএনপি একটি স্থায়ী বিপদ বলেও দাবি করা হয়েছে জাসদের ওই বিবৃতিতে।
এদেরকে রাজনীতির মাঠ থেকে রাজনৈতিকভাবে বিদায় করার ডাক দিয়েছে তারা। তাহলেই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ধারা নিরাপদ ও শক্তিশালী হবে বলে দাবি তাদের। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। তাদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা এ ধরনের উত্তেজনাকর ও উস্কানিমূলক বক্তব্যকে কখনওই প্রশ্রয় দেয় না।
গত ১৯ মে পুটিয়ার শিবপুর হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির ব্যানারে একটি সমাবেশ হয়। সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিএনপির রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাঈদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলা দায়ের করেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লিগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এদিকে, প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ শুরু করেছে আওয়ামী লিগ। তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কথাবার্তায় লাগাম না টানলে গোটা বাংলাদেশের মুজিব সৈনিকরা একজোট হয়ে বিএনপি জামাতকে প্রতিহত করবে। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ।