School: লেক টাউন গভর্নমেন্ট স্পন্সরড গার্লস হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন

0
193

দেশের সময়: লেক টাউন গভর্নমেন্ট স্পন্সরড গার্লস হাই স্কুলের যাত্রা শুরু ১৯৭৪ সালে। চলতি বছর ২০২৪- এ পঞ্চাশ বছর পূর্ণ হল স্কুলের। এই উপলক্ষ্যে যথা যোগ্য মর্যাদায় ২৯ ও ৩০ জানুয়ারি পালিত হল সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনা পর্ব। প্রথম দিন ছাত্রীদের সঙ্গীতের পর প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অগ্নি নির্বাপন মন্ত্রী সুজিত বসু।

উদ্বোধনী ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রবনা চৌধুরী। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন পরিচালন সমিতির সভপতি বাসুদেব ঘোষ। পদ্মশ্রী বিমলকুমার রায় সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন সেদিন। ত্রিশ তারিখ পরিবেশিত হয়েছে নানা মনোজ্ঞ সাংস্কৃতিক কর্ম সূচি। যার মধ্যে বিশেষ নজর কেড়েছে দিবা বিভাগের ছাত্রীদের তরফে সুকুমার রায়ের ” আবোল তাবোল” – এর কবিতাগুলি আবৃত্তি ও নাচের মাধ্যমে পরিবেশন। অন্যদিকে শিক্ষিকাদের সঙ্গীত আলেখ্য “মাটির টানে জীবনের গান” মুগ্ধ করেছে দর্শকদের। 

Previous articleNabanna: প্রশাসনিক স্তরে” বাবুদের” টেবিল থেকে জমে থাকা ফাইলের স্তূপ সরুক, লাল ফিতের ফাঁস থেকে মুক্তির নির্দেশ নবান্নের
Next articlePSC: চেয়ারম্যান নিয়োগে উদ্যোগী হোক রাজ্য সরকার , দাবি পি এস সি’ দূর্নীতি মঞ্চের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here