দেশেরসময় ওয়েবডেস্কঃ তিনি মণি-‘মানিক’, তিনি ‘মহারাজা’। ২ মে, ১৯২১ সালে জন্মানো সেই কিংবদন্তি চিত্র পরিচালক, লেখকের আজ ১০১ তম জন্মবার্ষিকী। তিনি সত্যজিৎ রায় (Satyajit Ray)। যাঁকে আপামর বাঙালি ‘সেলাম’ করে। টলি সেলেবরা এদিন জন্মদিনে শ্রদ্ধা জানালেন সত্যজিৎ রায়কে। 

সত্যজিৎ রায়ের জন্মদিনে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। পোস্ট করলেন ক্যামেরায় চোখ রেখে মানিকবাবুর সেই অতিপরিচিত একটি ফ্রেম। ক্যাপশনে লিখলেমন, ‘তিনি অদ্বিতীয় ছিলেন, আছেন, থাকবেন।’ (অপরিবর্তিত)

https://www.instagram.com/p/CdCs4tFvmWv/?igshid=YmMyMTA2M2Y=

মানিকবাবুকে শ্রদ্ধা জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta)। সত্যজিৎ রায়ের একটি বড় পোর্ট্রেটের সামনে ছবি দিয়ে পোস্ট করলেন। ক্যাপশনে উদ্ধৃত করলেন সত্যজিৎ রায়কেই। ‘The only solutions that are ever worth anything are the solutions that people find themselves.’ এর বাংলা মানে করলে দাঁড়ায়, ‘একমাত্র সেই সমস্ত সমাধানই মূল্যবান হয় যা মানুষ নিজেরাই খুঁজে পায়।’

https://www.instagram.com/p/CdCrVEHPWra/?igshid=YmMyMTA2M2Y=

শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) এদিন পোস্ট সত্যজিৎ রায়ের দুটি ছবি। ১০১ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘আজ তাঁর ১০১তম জন্মবার্ষিকীতে, তাঁকে জানাই আমার প্রণাম ও শ্রদ্ধা… তাঁর সকল সৃষ্টি এককথায় অনবদ্য… তিনি সিনেমা জগতের মহারাজা… সত্যজিৎ রায়।’ (অপরিবর্তিত)

https://www.instagram.com/p/CdCvF4hreoX/?igshid=YmMyMTA2M2Y=

প্রথম ছবি করতে গিয়ে দোরে দোরে ঘুরতে হয়েছিল সত্যজিৎ রায়কে (Satyajit Ray)। দীর্ঘ দিন বন্ধ রাখতে হয়েছিল শুটিং। কিন্তু সিনেমা মুক্তির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। দেশে বিদেশে অকুণ্ঠ প্রশংসা পেয়েছিলেন তিনি। অপু ট্রিলজির (Apu Trilogy) তৃতীয় ছবির জন্য তখন অপর্ণার খোঁজ করছেন সত্যজিৎ। কয়েক জনকে পছন্দও করেছিলেন তিনি। তাঁদের অন্যতম ছিলেন লিলি চক্রবর্তী-ও।

একাধিক সাক্ষাৎকারে লিলি (Lily Chakravarty) এ কথা জিনিয়েছেন। লিলির কথায়, ‘তখন অপুর সংসারের জন্য কাস্টিং করছিলেন মানিক দা। সারা বিশ্ব তখন তাঁর দুই সিনেম্যাটিক ওয়ান্ডারের জন্য প্রশংসা করছে। আমিও তার বাইরে নই। আমার একটা ছবি দেখে তাঁর খুব পছন্দ হয়েছিল। পরে যখন তাঁর সঙ্গে আমার দেখা হয় তিনি বলেছিলেন, শোনো অন্য একটি মেয়েকে আমি এই চরিত্রের জন্য বেছে রেখেছি। তবে ও যদি শেষ পর্যন্ত না করে তবে তুমিই করবে।’ প্রথম পছন্দ ছিলেন অবশ্যই শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)।


সপ্তাহ দু’য়েক পর লিলি জানতে পারেন যে সেই মেয়ে চরিত্রটি করতে রাজি হয়েছেন। মন ভেঙে গিয়েছিল ঠিকই। কিন্তু সত্যজিতের একটি কথায় ফের আনন্দে ভরে গিয়েছিল। সত্যজিৎ জানিয়েছিলেন, এ ছবি না হোক, ভবিষ্যতে অবশ্যই লিলির সঙ্গে কাজ করবেন তিনি। সেই কথা রেখেছিলেন তিনি।

সে সময় লিলি হিন্দি ছবির জগতেও যথেষ্ট পরিচিতি তৈরি করেছেন। লিলির কথায়, ‘তখন আমি মুম্বইয়ে। হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘আলাপ’ ছবিতে অভিনয় করছি। তার আগে হৃষিদার সঙ্গে কাজ করেছি ‘চুপকে চুপকে’ ছবিতে। সেই সময় হঠাৎই মানিকদার একটি চিঠি পেলাম। ওঁর ‘জন অরণ্য’ ছবির জন্য আমাকে বেছেছেন! মুম্বইয়ে বসে সত্যজিৎ রায়ের ডাক পাওয়া মানে বিরাট ভাগ্যের ব্যাপার। হৃষিদাকে বলতেই উনি সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিলেন, ‘আগে সত্যজিতের সঙ্গে কাজ করো’। আমিও ফিরে এলাম কলকাতায়।’

পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) এদিন পোস্ট করেন ‘মহারাজা তোমারে সেলাম’ লেখা একটি ছবি। আর গোটা ছবিজুড়ে আবছায়া সত্যজিৎ রায়ের অনবদ্য সব সৃষ্টির নাম। ক্যাপশনে লিখলেন, ‘সেই কিংবদন্তিকে যিনি আমাকে আশার আলো ও অনুপ্রেরণা দিয়েছেন। আমার শ্রদ্ধা এক ও অদ্বিতীয় সত্যজিৎ রায়কে, তাঁর ১০১তম জন্মবার্ষিকীতে।’

https://www.instagram.com/p/CdCxXVOI-db/?igshid=YmMyMTA2M2Y=

সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির পরিচালক রাজর্ষি দে-ও (Raajhorshee De) এদিন দুটি ছবি পোস্ট করেন। একটি ছবি ‘জয় বাবা ফেলুনাথ’-এর এক দৃশ্য অবলম্বনে। অপরটি স্বয়ং স্রষ্টা সত্যজিৎ রায়ের। ক্যাপশনে জনপ্রিয় ‘ফেলুদার গান’ থেকে উদ্ধৃত করে লিখলেন, ‘তখন আবার গল্প হবে রহস্যতে ভর করে
ছুটবে আবার কল্পনাটা সত্যজিতের পথ ধরে’। জানালেন শ্রদ্ধা।

https://www.facebook.com/590051224/posts/10159230209566225/

আজ সত্যজিৎ রায়ের ১০১তম জন্ম বির্ষিকীতে “দেশের সময়” -এর তরফ থেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here