Sandip Ghosh Arrest:গ্রেফতার সন্দীপ ঘোষ ! ১৬ দিন জেরার পর সিবিআই- ধরল আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে: দেখুন ভিডিও

0
143

দেশেরসময় ওয়েবডেস্কঃ অবশেষে গ্রেফতার হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সিবিআই সন্দীপকে নিয়ে সিজিও থেকে বেরিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখন থেকেই প্রশ্ন উঠছিল আজ কি বড় কোনও সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় এজেন্সি? দেখুন ভিডিও

সোমবার আবার তাঁকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে। সন্ধ্যায় সেখান থেকে বার করে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজ়াম প্যালেসে। তার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তিলোত্তমার ধর্ষণ ও খুন মামলায় গ্রেফতার হননি।

মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তো বটেই, হাসপাতালের আর্থিক দুর্নীতির ইস্যুতেও সন্দীপ ঘোষ কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নের মুখে পড়েছেন। তাঁর পলিগ্রাফ টেস্টও হয়েছে। কিন্তু ১৬ দিন ধরে জিজ্ঞাসাবাদের পরও তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছিল না, সে প্রশ্ন উঠেছিল। অবশেষে সোমবার গ্রেফতার হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। যদিও এখনও পর্যন্ত তাঁকে স্বাস্থ্যভবন সাসপেন্ড করেনি। এই নিয়ে আলাদা করে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

৯ অগস্ট হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ মিলতেই সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সরব হন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তারপরেই রাতারাতি সন্দীপকে সরিয়ে দেওয়া ন্যাশনাল মেডিক্যালে। কিন্তু সেখানেও প্রতিবাদের ঢেউ ওঠে।

অবশেষে কলকাতা হাইকোর্ট সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায়। তারপর এই ঘটনায় সিবিআই তদন্তভার নেওয়ার পর লাগাতার ডেকে পাঠানো হচ্ছিল। সোমবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সন্দীপ। তবে সন্ধের পর তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই। সঙ্গে ছিলেন একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তখনই সন্দেহ করা হচ্ছিল যে তিনি গ্রেফতার হতে পারেন। অবশেষে সেটাই হল।

আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ-সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন। ইতিমধ্যে সিবিআই একাধিকবার আরজি করে দল পাঠিয়েছে। তাঁরা সেমিনার রুম থেকে শুরু করে মর্গ সহ অধ্যক্ষের দফতরও ভিজিট করে।

সন্দীপ ঘোষকে জেরা করার পাশাপাশি তাঁর বাড়িতে গিয়েও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। মূলত হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তেই তাঁর বাড়িতে তল্লাশি করা হয়েছিল। তবে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনাতেও যে তাঁর কোনও না কোনও ভূমিকা আছে তা সন্দেহ করা হয়েছে প্রথম থেকেই। 

Previous articleDoctor’s Protest: হাতে প্রতীকী শিরদাঁড়া-গোলাপ,সিপির পদত্যাগের দাবিতে পথে চিকিৎসকরা
Next articleRG Kar Protest অনড় আন্দোলনকারীরা! ৯ ফুট উঁচু ব্যারিকেডে ঘেরা হল লালবাজার , আধ কিলোমিটার দূরেই রাস্তায় বসে চিকিৎসকরা , দাবি সিপি-র পদত্যাগ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here