RG Kar Protest ফের কলকাতা- সহ একাধিক জেলায় বসল ‘অভয়া ক্লিনিক’, দেওয়া হল বিনামূল্যে : দেখুন ভিডিও

0
89
হীয়া রায় , দেশেরসময়

কলকাতা: গোটা বাংলাজুড়ে  চলছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিক। তাঁদের দাবি, হাসপতালে চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে বলে যা প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। সিনিয়র চিকিৎসকরা বাড়তি সময় হাসপাতালে থাকছেন। আজ রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই ক্লিনিক। চলে বেলা দুটো পর্যন্ত।

গত রবিবারের মতো এদিনও  কলকাতা-সহ আশেপাশের ২৯টি জায়গায় ‘অভয়া’ ক্লিনিক  চলে। জুনিয়র চিকিৎসকরা রোগী দেখেন। পাশাপাশি বসে ‘জনতার মতামত, রাজপথে আদালত’।  দেখুন ভিডিও

ক্যাম্পে রক্তচাপ মাপা হবে, করা হবে এক্সরে। এছাড়াও বিনামূল্যে ওষুধও দেবেন জুনিয়র চিকিৎসকরা।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলেছে, এই ক্লিনিকের প্রেসক্রিপশনেও থাকছে প্রতিবাদ। লেখা থাকছে, ‘আরজি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই’। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা রোগী দেখেন কুমারটুলি, ঘোষ বাগান এবং ডানলপ- এই তিন ক্যাম্পে।

এছাড়াও বি বি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, কসবা, মৌলালি মোড়, এসপ্ল্যানেড, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ২ নম্বর গেট, যাদবপুর এইট বি, টালিগঞ্জ গল্ফ ক্লাবের উলটোদিকে বসবে অস্থায়ী ক্যাম্প। শিয়ালদহ মেট্রো স্টেশনের কাছে বসে ডেন্টাল ক্লিনিকও। 


তবে এবারের ‘অভয়া’ ক্লিনিক শুধু শহরের মধ্যে আবদ্ধ নয়। দক্ষিণ ২৪ পরগনা, রায়গঞ্জ, শিলিগুড়ি, বারাসত, তমলুক, মেদিনীপুর, বর্ধমান এবং বাঁকুড়াতেও এই ক্যাম্প চলে।

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleRGKar protest‘আমার দুর্গা বিচার পাক’ কুমোরটুলির মৃৎশিল্পীদের মুখে মুখে স্লোগান, পথে রিকশাচালকেরা, প্রতিবাদ পেরোল দেশের গণ্ডিও : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here