Requirement 2023: বন্ধন ব্যাংকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ আবেদন করুন এক্ষুনি

0
642

দেশের সময়, কলকাতা: পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য সুখবর । রাজ্যে একাধিক বেসরকারি দপ্তরে চলছে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য দীর্ঘদিন পর বড় সুযোগ, গোটা রাজ্য জুড়ে আবেদন করতে পারবেন। বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ চলছে এমনটাই জানিয়েছেন বন্ধন ব্যাংকের HR ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ। 

ছেলে এবং মেয়ে উভয়ই যে যার জেলাতেই কাজ করতে পারবেন বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে হবে না আর।এটি জেলা ভিত্তিক (পিন কোড হিসাবে) সিলেকশন করা হবে। বন্ধন ব্যাংকের তরফ থেকে আরও জানানো হয়েছে যে – শুধুমাত্র walk-in-interview দিয়েই আপনি চাকরি টি পেতে পারেন কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না । এখানে মোট ১৮২ টি পোস্ট খালি রয়েছে জানানো হয়েছে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই সুযোগটি আপনার জন্য অপেক্ষ করছে ৷

কিভাবে ইন্টারভিউ দেবেন ? কোথায় ইন্টারভিউ হবে ?

 ইন্টারভিউ দিতে কি কি লাগবে ?

সমস্ত কিছু জেনে নিন একনজরে …….

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ?

👉এই পদে সবাই আবেদন করতে পারবে, নূন্যতম যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক (H.S) পাশ , বাংলা লিখতে ও পড়তে জানতে হবে, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

বয়স সীমা কি হতে হবে ?

👉 ১৮ বছর থেকে ৩২ বছরের   মধ্যে হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। তবে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে এখানে ৩২ বছর ,অর্থাৎ ৩২ বছরের কম হলেই আবেদন করা যাবে।

আবেদন কিভাবে করবেন ?

👉 পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ-এ আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আথবা প্রার্থীকে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করতে হবে এবং সেই বায়োডাটা নিচে দেওয়া HR এর Email বা WhatsApp এ পাঠাতে হবে। এ সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করা হলো-

প্রথমেই চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অথবা Email বা WhatsApp করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট হলো – bandhanbank.com

or Email :

hrd.hiyasips@gmail.com or WhatsApp Or Call 99329 63523

এই mail ID তে বা what’s app টি তে চাকরিপ্রার্থীদের তৈরি করা বায়োডাটা টি পাঠিয়ে দিতে হবে। বায়োডাটা টি সাবমিট করা হয়ে গেলে আপনাকে ইন্টারভিউ দিতে ডাকা হবে।

কি কি পদে নিয়োগ করা হচ্ছে ?

👉 Bandhan Bank Office Assistant & Back Office Executive, Assistant Manager .

মাসিক বেতন কত হবে ?

👉 এখানে যারা যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে 15,700/- টাকা থেকে 22,500/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামোর রয়েছে।

কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে? 

 👉 আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

ইন্টারভিউ সম্পর্কিত তথ্য ?

👉  ইন্টারভিউ হবে কলকাতায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

কিভাবে আবেদন করবেন ?

👉  আগ্রহী প্রার্থীদের বায়োডাটা ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।

ইমেইল: hrd.hiyasips@gmail.com

হোয়াটসঅ্যাপ: 99329 63523

Previous articleManipur Violence: অশান্ত মণিপুর, জঙ্গি হামলায় হত বাংলার জওয়ান
Next articleRajiv Sinha on Panchayat Election : পশ্চিমবঙ্গের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here