
পিয়ালী মুখার্জী : আগামিকাল, শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা। পুরী সহ সর্বত্র চলছে রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি।
করোনার কারণে গত দু’বছর মন্দির থেকে বের করা যায়নি রথ। এবার তাই মহা ধুমধামে কলকাতায় হচ্ছে ইস্কনের রথযাত্রা।কলকাতার ইসকনের রথের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ১ জুলাই বেলা ২টোয় ইস্কনের রথযাত্রার অনুষ্ঠানে আসবেন মুখ্যমন্ত্রী। তাঁর হাতেই প্রথম টান পড়বে রথের রশিতে। এদিন সাড়ে আটটা থেকে রথযাত্রার প্রস্তুতি শুরু হবে। সকাল দশটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোজা রথের রুট : হাঙ্গারফোর্ড স্ট্রিট-অ্যালবার্ট রোড-এজেসি বোস রোড-শরৎ বোস রোড-হাজরা রোড-শ্যামাপ্রসাদ মুখার্জি রোড-আশুতোষ মুখার্জি রোড-জহরলাল নেহরু রোড-এক্সাইড মোড়-আউট্রাম রোড-ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ যাবে রথ।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করোনাকালের পর ফের হচ্ছে আট দিনের রথের মেলা। সেটাই ইস্কন জগন্নাথের মাসির বাড়ি। আটই জুলাই পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন মেলা চলবে বিকেল সাড়ে তিনটে থেকে রাত নটা পর্যন্ত। নয় জুলাই বেলা সাড়ে বারোটায় ইস্কনের উল্টো রথ। রথ ফিরবে অ্যালবার্ট রোডের ইস্কন মন্দিরে।

উল্টোরথের রুট : ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-আউট্রাম রোড-জহরলাল নেহরু রোড-ডোরিনা ক্রসিং-এস এন ব্যানার্জি রোড-মৌলালী মোড়-সিআইটি রোড-সুরাবর্দী এভিনিউ-পার্কসার্কাস সেভেন পয়েন্ট-শেক্সপিয়র সরণী-হাঙ্গারফোর্ড স্ট্রিট-অ্যালবার্ট রোড।

কলকাতার ইস্কন মন্দির সূত্রে জানা গেছে, গত ২ বছর করোনার কারণে রথ বের করা যায়নি। ফলে এবার ইস্কনের রথযাত্রা ও মেলায় প্রায় ২০ লক্ষ মানুষ আসতে পারেন। মেলায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে মানসিক কাউন্সিল সেন্টার।

এ ছাড়াও মায়াপুরের ইসকন মন্দির, মাহেশ, গুপ্তিপাড়া ও কলকাতায় বেশ কয়েকটি প্রাচীন-ঐতিহ্যবাহী রথ বের হয়। সব জায়গাতেই চলছে তুলির শেষ টানের কাজ।

গত দু’বছরে করোনার আতঙ্ক কাটিয়ে লাখো লাখো ভক্ত মেতে উঠবে রথযাত্রা উৎসবে। জোর কদমে চলছে মায়াপুর ইসকনের রথের শেষবেলার প্রস্তুতি। রথের চাকায় রঙের প্রলেপ লাগানো ইতিমধ্যেই শেষ। সেই মাহেন্দ্রক্ষনের অপেক্ষায় ভক্তরা। কখন টান পড়বে জগন্নাথ দেবের রথের রশিতে।
ইতিমধ্যেই মায়াপুর ইসকন থেকে তিনটি পৃথক রথ রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক রথ আসবে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে।
এবারের বিশেষ আকর্ষণ, পুরীর বলরামের রথের চাকা আনা হয়েছে মায়াপুর ইসকন মন্দিরে।
২৪ তম রথযাত্রা উৎসবের আগে পুরীর জগন্নাথ মন্দিরের রথের চাকা এল মন্দির নগরী মায়াপুর ইসকন মন্দিরে। জানা গেছে, পুরীর বলদেবের রথের ১৪ টি চাকার মধ্যে একটি চাকা নিয়ে আসা হয়েছে মন্দির নগরী মায়াপুর ইসকন মন্দিরে ।

প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করে মায়াপুরে নিয়ে আসা হয়েছে এই চাকাটি বলে জানান মন্দির কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সেই চাকাটি দেখার জন্য দর্শনার্থীদের ভিড় লেগেই রয়েছে মায়াপুর ইসকন মন্দিরে ৷

মন্দির কর্তৃপক্ষ থেকে জানা যায় যারা পুরীর রথযাত্রা দর্শন করতে পারবেন না, তারা এসে যাতে পুরীর রথ দর্শনের অনুভূতি পেতে পারেন সেই কারণেই এই চাকা নিয়ে আসা হয়েছে পুরী থেকে। রথযাত্রার থেকে উল্টোরথ পর্যন্ত এই চাকা মায়াপুর ইসকন মন্দিরে দর্শনার্থীরা দেখতে পারবেন এবং স্পর্শ করতে পারবেন। উল্টোরথের পরে এই চাকা চলে যাবে মায়াপুর ইসকন মন্দিরের সংগ্রহশালায়। স্বাভাবিকভাবেই পুরীর রথের চাকা মায়াপুরে আসাতে খুশি ভক্তবৃন্দরা।

পাশাপাশি ইসকন কর্তৃপক্ষের আবেদন জানিয়েছিলেন, রেল কর্তৃপক্ষকে রথের দিন এবং উল্টো রথের দিন স্পেশাল ট্রেন দেওয়ার জন্য। ইতিমধ্যেই শিয়ালদা ও হাওড়া দুটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে ওই দিনের জন্য। সেইমতোই রেল কর্তৃপক্ষ ২টি রেলের ব্যবস্থা করেছে। তাই রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ইসকন কর্তৃপক্ষ।
